শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাম্পারের টানা অর্ধশততে ইংল্যান্ডের লক্ষ্য ২১৩

রাহুল রাজ : [২] ক্যাম্পারের ক্যারিয়ার সেরা ৬৮ রানের উপরে ভর করে আয়ারল্যান্ড ৯ উইকেটে সংগ্রহ করে ২১২ রান। অন্য প্রান্তে আইরিশ ব্যাটসম্যানেরা সাজ ঘরে আসা যাওয়ায় ব্যস্ত ছিল। ইংল্যান্ড বোলারদের বলে ভুল শর্ট খেললে কেউ নিজেদের নামের পাশে বড় স্কোর যোগ করতে পারেনি। টেস্টর দ্বিতীয় সর্বচ্চো ২৮ রান যোগ দেন। ইংল্যান্ডের পক্ষে আদির রশিদ ৩ টি, উইলি ২ উইকেট তুলতে সক্ষম হয়।

[২] এদিকে চলমান রয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলের একাদশে এসেছে পরিবর্তন। আয়ারল্যান্ড স্কোয়াডে দুই ক্রিকেটারের পরিবর্তন এসেছে। অপরদিকে ইংল্যান্ড একাদশে এসেছে এক পরিবর্তন। এই পরিবর্তনগুলো এসেছে ইনজুরির কারণে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় দ্বিতীয় ম্যাচটি।

[৪] আয়ারল্যান্ডের দুই পেসার ব্যারি ম্যাকার্থি ও বয়েড র‌্যানকিন ইনজুরির কারণে ছিটকে গেছেন সিরিজ থেকে। যার ফলে শেষ দুই ম্যাচে আর তাদেরকে পাবে না আইরিশরা। এই দুই ক্রিকেটারের পরিবর্তে পিটার চেজ ও জর্জ ডকরেলকে দলে অন্তর্ভুক্ত করেছে আয়ারল্যান্ড।

[৫] ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এক ওভারও বল করতে পারেননি ম্যাকার্থি। মাত্র পাঁচ বল করেই ছিটকে যান ম্যাচ থেকে। এরপর স্ক্যান করে হাঁটুতে চিড় ধরা পরে। আর র‌্যানকিন পুরোনো পিঠের চোটে ভুগছেন।

[৬] এদিকে ইংলিশদের হয়ে জো ডেনলি পিঠের চোটে পড়েছেন। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি। অপেক্ষা করেছিলেন সুযোগের। কিন্তু, সেটিও হচ্ছে না। ইনজুরিতে শেষ হয়ে গেছে সিরিজ। ডেনলির ইনজুরিতে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা লিয়াম লিভিংস্টন। রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সাথে ছিলেন তিনি। এর আগে ২০১৭ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়