শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংযুক্ত আরব আমিরাতে আরব বিশ্বের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

সিরাজুল ইসলাম : [২] আবুধাবীর পশ্চিমে আল ধাফরাহ এলাকায় বারাকাহ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান। আমিরাত পরমাণু শক্তি করপোরেশন (ইএনইসি) শনিবার এ তথ্য জানিয়েছে। আলজাজিরা

[৩] ২০১৭ সালে এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়। কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন এটি নির্মাণ করেছে। বারবার উৎপাদন প্রক্রিয়া পেছাচ্ছিলো। পরে ইউনিট ১-এ সফলভাবে উৎপাদন শুরু হয়।

[৪] দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতৌম বলেন, চারটি ইউনিটে সফলভাবে জ্বালানি ভরা হয়েছে। এটা আরব বিশ্বের প্রথম শান্তিপূর্ণ পারমাণবিক চুল্লি।

[৫] ইএনইসির প্রধান নির্বাহী মোহাম্মদ ইব্রাহীম আল হামিদি বলেন, এক চতুর্থাংশ মানুষের নিরাপদ, নির্ভরযোগ্য ও নির্গমন মুক্ত বিদ্যুৎ সরবরাহ লক্ষ্য অর্জনে আরও এক ধাপ কাছে পৌঁছেছি আমরা। ফেব্রুয়ারিতে চুল্লিতে রড ঢোকানো শুরু হয়।

[৬] বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা নাওয়াহ এনার্জি কোম্পানি বলেছে, কয়েকটি পরীক্ষা শেষে শিগগিরই বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। চারটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৫ হাজার ৬০০ মেগাওয়াট। তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটির ১০ মিলিয়ন মানুষের বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে। সৌরসহ বিভিন্ন ধরনের বিদ্যুৎখাতে ব্যাপক বিনিয়োগ করছে দেশটি। তবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের পরিমাণ জানা যায়নি।

[৭] বিশ্বের সব চেয়ে বেশি তেল সরবরাহকারী দেশ সৌদি আরব ১৬ চুল্লির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। তবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়