নিজস্ব প্রতিবেদক : [২] দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কিন্তু ঈদের এই খুশির দিনে দেশের ক্রীড়া জগতে নেমে এলো এক দুঃসংবাদ। ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১ আগস্ট ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।
[৩] পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করেই গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাপস জুবায়ের। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এছাড়া জানা গেছে শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর।
[৪] মৃত্যুর আগ পর্যন্ত তাপস জুবায়ের কাজ করে গেছেন নিউজ টুয়েন্টিফোরের স্পোর্টস ইনচার্জ ও স্পোর্টস প্রেজেন্টার হিসেবে। এর আগে চ্যানেল নাইন, আরটিভি, একুশে টেলিভিশনে স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করেছিলেন তাপস জুবায়ের। ব্যক্তি জীবনে নিঃসন্তান তিনি। এছাড়া বাবাকে হারিয়েছেন কিছুদিন আগেই। মৃত্যুকালে স্ত্রী, মা, বোন ও ভাই রেখে গিয়েছেন।