শিরোনাম
◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল ◈ অন্তর্বর্তী সরকা‌রের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার ◈ মা আমাকে জিন মারেনি, পাশের লোকেরাই আমাকে ধর্ষণ করে হত্যা করেছে: রেহেনা বেগমের অভিযোগ ◈ মিনিয়াপোলিসে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো বাংলাদেশি বংশোদ্ভূত কে এই আলিয়া রহমান?(ভিডিও) ◈ বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ◈ আইসিসিকে এবার নতুন যে প্রস্তাব দিল বাংলাদেশ ◈ মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে  ◈ রাজনীতিতে যোগ দি‌তে চাই‌ছেন শহীদ আফ্রিদি ◈ ভারতের পররাষ্ট্রনীতি কে ঠিক করছে? ◈ লেভান্তেকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামারায় পাথর নিক্ষেপ হাজিদের

নিউজ ডেস্ক : হজের প্রধান আবশ্যকীয় বিধান ইতিমধ্যে সম্পন্ন করেছেন হাজিরা। গতকাল ১০ জিলহজ মুজদালিফা থেকে মিনায় এসে জামারা আকাবায় পাথন নিক্ষেপ করেন। পশু কোরবানি সম্পন্ন করেন। মাথার চুল কর্তন করেন। ইহরাম থেকে মুক্ত হয়ে মিনা থেকে মক্কায় ফিরে কাবার তাওয়াফ (তাওয়াফ ইফাদা) ও সাফা-মারওয়ায় সায়ি সম্পন্ন করেন।

অতঃপর মিনাতে তাশরিকের তিন দিন (১১,১২ ও ১৩ জিলহজ) তিনটি জামারায় পাথর নিক্ষেপ শুরু করেছেন। গতকাল শুক্রবার পাথর নিক্ষেপের সময় সেখানে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টি উপেক্ষা করে পাথর নিক্ষেপ অব্যাহত রাখেন হাজিরা।

হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই হাজিদের মোড়ানো ব্যাগে জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হয়। নির্ধারিত সময়ে হাজিদের প্রত্যেক দলকে জামারায় পাথর নিক্ষেপ করতে হয়। জামারা কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে এক সঙ্গে সর্বোচ্চ ৫০ জন হাজি পাথর নিক্ষেপ করে। সবার পাথর নিক্ষেপের সময় সবার মধ্যে কমপক্ষে দুই মিটার দূরত্ব রাখা হয়।

হজ নিরাপত্তা বাহিনীর সহকারী পরিচালক মেজর জেনারেল মুহাম্মাদ বাসামি বলেন, মুজাদালিফা থেকে ফজরের পর অত্যন্ত সুশৃঙ্ক্ষলভাবে হাজিদের মিনায় আসা সম্পন্ন হয় এবং নির্ধারিত সময়ে সবাই জামারা কমপ্লেক্সে পাথর নিক্ষেপের জন্য এসে পৌঁছেছে। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনীর পরিকল্পনা এবার শতভাগ সফল হয়েছে বলে জানিয়ে হজের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। সূত্র : সৌদি গেজেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়