ডেস্ক রিপোর্ট : পদ্মায় তীব্র স্রোতের কারণে শুক্রবার সন্ধ্যার পর থেকে শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌ রুটের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ঈদ যাত্রায় শিমুলিয়াঘাটে আটকে পড়া সব গাড়ি ঢাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
কাঠালবাড়ি ফেরিঘাটে বিআইডব্লিউটিসির ম্যানেজার আবদুল আলীম জানান, মুন্সীগঞ্জের কুমারভোগে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে।
ভাঙ্গনের কারন নদীগর্ভে বিলীন হয়ে গেছে পদ্মা সেতুর সংরক্ষিত অনেক উপকরণ।এছাড়া তীব্র স্রোতের কারণে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাতের বেলা ফেরি চলাচল বন্ধ থাকছে।তবে, সকাল থেকে ফেরি চলাচল করতে পারে।যুগান্তর, বিডি নিউজ