ফাহমিদা তিশা : [২] বিএমডব্লিউ চীনের প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেন গোলার বলেছেন, ‘এটা পরিষ্কার যে ভবিষ্যতেও চীনে তাদের গাড়ি উৎপাদনের ধারাবাহিকতা ও বিনিয়োগ অব্যাহত থাকবে। সিনহুয়া
[৩] তিনি বলেন,‘ জার্মানির বাইরে চীনের বিএমডব্লিউ’এর সবচেয়ে বড় কারখানা যেখানে ১১০০ প্রকৌশলী ও এবং ৩০০ মেকানিক কাজ করে’।
[৪] জোসেন জানান, চীনের সাথে তাদের অংশীদারিত্ব আরো সুদৃঢ় করতে চান তিনি।
[৫] এছাড়া বিএমডব্লিও গাড়ি আরো উন্নত করতে ডিজিটাইলেশনের মাত্রা আরো বৃদ্ধি করা হবে।
[৬] এই বছরের মাঝামাঝি এ সময়ে বিএমডব্লিও;র গাড়ি ব্যবসা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্পাদনা : রাশিদ