শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশু কম ক্রেতা বেশি, দামও বাড়তি

ডেস্ক রিপোর্ট : এক দিন বাকি থাকতেই রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পশুর সংকট দেখা দিয়েছে। প্রায় পশুশূন্য হয়ে যাওয়া হাটগুলোতে এখন ক্রেতার সংখ্যা হাটে থাকা পশুর তুলনায় কয়েকগুণ বেশি। কোরবানি নিশ্চিত করতে ক্রেতারাও মরিয়া হয়ে উঠেছেন পশু কিনতে। আর সুযোগ বুঝে পশুর দামও বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আফতাবনগর, মেরাদিয়া ও খিলগাঁও রেলগেটসহ বেশ কয়েকটি পশুর হাটে এই চিত্র দেখা গেছে।

বিকালের মধ্যেই এসব হাটে অধিকাংশ পশু বিক্রি হয়ে যায়। তখন পশুর দাম স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর থেকেই পশু কমতে থাকে। তখন দামও বাড়িয়ে দেন বিক্রেতারা। এ অবস্থায় যারা এখনও কোরবানির পশু কিনতে পারেননি তারা পড়েছেন বিপাকে। সাধ্যের মধ্যে পশু কিনতে ক্রেতারা ছুটে বেড়াচ্ছেন রাজধানীর এক হাট থেকে অন্য হাটে। তবে ক্রেতারা বলছেন বৃহস্পতিবার গরুর সংখ্যা আরও বাড়বে। তখন দামও আরও কমবে।


রাতে খিলগাঁও রেলগেট হাটে গিয়ে দেখা গেছে পুরো হাঁটই প্রায় খালি। বাঁশ ও খুঁটিগুলোতে কোনও গরু নেই। যে কয়টি গরু রয়েছে সেগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।
এই হাটের পশু বিক্রেতা আফজাল বারি বলেন, ৮টা গরু নিয়ে কুষ্টিয়া থেকে এসেছি। সবগুলো বিক্রি শেষ হয়ে গেছে। হাটে গরু কম। ক্রেতা বেশি। তাই দামও বেশি।

মেরাদিয়া হাটের ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, কয়েকটি গরু নিয়ে এসেছিলাম। বিকালে এগুলো দাম উঠেছিল ৭০ থেকে ৭৫ হাজার। কিন্তু রাতে এগুলো ৯৫ হাজার থেকে এক লাখ টাকা দামে বিক্রি করেছি।

আফতাবনগর হাটে গিয়ে দেখা গেছে, গরুর চেয়ে ক্রেতা কয়েকগুণ বেশি। মাঝারি সাইজের গরুর দামও চড়া। বড় বড় গরুগুলোর ক্রেতা সেভাবে দেখা যায়নি। মাঝারি ধরনের প্রায় সব গরুই শেষ। বেশ কয়েকজন ব্যবসায়ী বলেছেন গরু শেষ। তারা আরও গরু আনছেন।বাংলা ট্রিবিউন, বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়