শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামপুরায় ফার্মেসী থেকে ২১ লাখ টাকা চুরি

ইসমাঈল ইমু : [২] রাজধানীর রামপুরায় ফার্মেসী থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ফার্মেসীর সহকারী ব্যবস্থাপক এস এম বায়েজীদ হাসান সেতু (৩৮) পলাতক রয়েছে।

[৩] জানা গেছে, গত ২৪ জুলাই ফার্মেসীর ক্যাশের চাবি এস এম বায়েজীদ হাসান সেতুর কাছে রেখে জুম্মার নামায পড়তে মসজিদে যান ফার্মেসীর মালিক আনোয়ারুল ইসলাম। নামায শেষে ফার্মেসীতে এসে সেতুকে আর পাননি তিনি।

[৪] এসময় ক্যাশ বক্সে রাখা টাকা না পেয়ে ফার্মেসীর কর্মচারী টিটুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করে জানতে পারেন কাউকে কিছু না বলেই সেতু দোকান থেকে বের হয়ে গেছে। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ফার্মেসীর কর্মচারী সেতুকে আসামি করা মামলা করা হয়েছে।

[৫] আনোয়ারুল ইসলাম জানান, লাইভ ফার্মেসী লিমিটেডের ওয়াপদা ও গেন্ডারিয়া শাখার এক সপ্তাহের টাকা জমা ছিলো ক্যাশে। ঈদের আগে কর্মচারীদের বেতন দেয়ার জন্যই টাকা ক্যাশে রাখা হয়েছিলো।

[৬] হাতিরঝিল থানার এসআই খাইরুল আলম জানান, ফার্মেসীর কর্মচারী সেতুকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। এস এম বায়েজীদ হাসান সেতু রংপুরের মিঠাপুকুরের বজুরুক শেরপুর গ্রামের শহিদুর রহমানের পুত্র। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়