শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় প্রবাসীর বেলাল খুনের ঘটনায় দুই খুনি গ্রেপ্তার

গিয়াস উদ্দিন: [২] ট্টগ্রামের পটিয়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হওয়া আমেরিকা প্রবাসী মো. বেলাল উদ্দিনের (৪০) দুই খুনিকে রোববার রাতে পটিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছেন।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার আবদুল আলিমের পুত্র সন্ত্রাসী আবদুর রউফ ওরফে ভুট্টো (৫২) ও তার সহযোগি সাতকানিয়া উপজেলার সামশুল কবিরের পুত্র মো. মহিউদ্দিন (৫০)।
[৪] অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিকুল ইসলাম ও পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ তাদের গ্রেপ্তার করেন।

[৫] আবদুর রউফ ওরফে সন্ত্রাসী ভুট্টোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, খুন, চাঁদাবাজি, জায়গা দখল, চুরি, নানা ধরনের প্রতারনাসহ অধিক মামলা রয়েছে। গত ৬ জুন আমেরিকা প্রবাসীর একটি বিরোধীয় জায়গা নিয়ে সন্ত্রাসী ভুট্টো ও তার সহযোগি মহিউদ্দিনের নেতৃত্বে মারামারির ঘটনা ঘটে।

[৬] জানা যায়, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার সন্ত্রাসী আবদুর রউফ ভুট্টোর সঙ্গে পাশ্ববর্তী আমেরিকা প্রবাসী মো. বেলালের জায়গা নিয়ে বিরোধ রয়েছে।

[৭] গত ৬ জুন দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে প্রবাসী বেলাল গুরুতর আহত হয়। ঘটনার ৬ দিন পর আহত বেলালের অবস্থা অবনতি হলে তাকে পুনরায় চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সীতাকুন্ড ফৌজদারহাট হাসপাতালে নিয়ে গেলে বেলাল উদ্দিনের মৃত্যু হয়।

[৮] প্রবাসীর বেলাল উদ্দিনের স্ত্রী বৃষ্টি আকতার বাদী হয়ে সন্ত্রাসী ভুট্টোসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা রেকর্ড করে। পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হাকিমের তথ্যে অভিযান চালিয়ে পুলিশ দুই খুনিকে গ্রেপ্তার করেন।

[৯] পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, আমেরিকা প্রবাসী খুনের ঘটনায় ভুট্টো ও তার সহযোগি মহিউদ্দিন বেশকিছু দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পটিয়া থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়