মিনহাজুল আবেদীন : [২] রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান। দেশ রূপান্তর
[৩] ঢাকা-দুবাই-ঢাকা রুটে এখন হতে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে ৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
[৪] জানা গেছে, আগামী ৪ আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এভিয়েশন বিডি
[৫] এর আগে, লন্ডন, দুবাই এবং আবুধাবিতে ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তার আগে ২১ জুন জাতীয় পতাকাবাহী বিমান ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করে। পরে ১৩ জুলাই থেকে দুবাই ও আবুধাবিতে ফ্লাইট চালু করে বিমান।
[৬] আগ্রহী যাত্রীদের বিস্তারিত তথ্যের জন্য বিমানের কল সেন্টার নম্বর ০১৭৭৭৭১৫৬১৩-১৬ তে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া যাত্রীরা বিমানের টিকিট বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন। কালের কণ্ঠ