শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] রোববার (২৬ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভার অবস্থিত কবরস্থানে দাফন কাজটি সম্পন্ন করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন।

[৩] শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির জানাযার নামাজ বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮ ঘটিকায় অনুষ্টিত হয়। এতে ইমামতিত্ব করেন মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী । তাঁর সাথে উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, জেলার সিনিয়র সদস্য রেজাউল ইসলাম সালাম, ইসলাম,শাহীন আহমেদ।

[৪] শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলার টিম প্রধান নুর আলম নুরু,উপজেলা টিম সমন্নয়কারী মোঃ আব্দুল ওয়াহিদ প্রমুখ। আর মৃত লাশের গোছল এর দায়িত্বে ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর মহিলা সিনিয়র সদস্য মোছাঃ রেখা ইসলাম ও পারভিন বেগম।

[৫] উল্লেখ্য মৃত আয়েশা বেগম (৬০) শনিবার ২৫শে জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজার জেলার লাইফ লাইন হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টারে বিকেল চারটায় মারা যান। পরে উনার পরিবারের লোকজন উনার দাফন-কাফন নিয়ে খুব চিন্তিত পরেন।

[৬] কারণ মৃত আয়েশা বেগমের তেমন কোনো আত্মীয়-স্বজন এখানে উপস্থিত না থাকায় ইসলামী শরীয়া মোতাবেক দাফন করতে অনেক বেগ পেতে হয়। অতঃপর তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সাথে সন্ধায় যোগাযোগ করলে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সদস্যরা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাথে সমন্বয় করে দাফন-কাফন সম্পন্ন করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়