শিরোনাম
◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও) ◈ ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল  ◈ পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা ◈ ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি! ◈ টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু শুক্রবার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] রোববার (২৬ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভার অবস্থিত কবরস্থানে দাফন কাজটি সম্পন্ন করেছে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন।

[৩] শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির জানাযার নামাজ বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮ ঘটিকায় অনুষ্টিত হয়। এতে ইমামতিত্ব করেন মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী । তাঁর সাথে উপস্থিত ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, জেলার সিনিয়র সদস্য রেজাউল ইসলাম সালাম, ইসলাম,শাহীন আহমেদ।

[৪] শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলার টিম প্রধান নুর আলম নুরু,উপজেলা টিম সমন্নয়কারী মোঃ আব্দুল ওয়াহিদ প্রমুখ। আর মৃত লাশের গোছল এর দায়িত্বে ছিলেন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর মহিলা সিনিয়র সদস্য মোছাঃ রেখা ইসলাম ও পারভিন বেগম।

[৫] উল্লেখ্য মৃত আয়েশা বেগম (৬০) শনিবার ২৫শে জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজার জেলার লাইফ লাইন হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টারে বিকেল চারটায় মারা যান। পরে উনার পরিবারের লোকজন উনার দাফন-কাফন নিয়ে খুব চিন্তিত পরেন।

[৬] কারণ মৃত আয়েশা বেগমের তেমন কোনো আত্মীয়-স্বজন এখানে উপস্থিত না থাকায় ইসলামী শরীয়া মোতাবেক দাফন করতে অনেক বেগ পেতে হয়। অতঃপর তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর সাথে সন্ধায় যোগাযোগ করলে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সদস্যরা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাথে সমন্বয় করে দাফন-কাফন সম্পন্ন করেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়