সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-১১। উদ্ধার করা হেছে চোরাই ১টি পিকআপ ভ্যান। আটকরা হলেন- কামাল হোসেন (৩৮) ও ইমরান (৩৯)।
[৩] বৃহস্পতিবার র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, বুধবার রাতে ব্যাটালিয়নটি টানা ৩০ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে চোরাই ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। পিকআপ ভ্যানটি গত ২০ জুলাই কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকা থেকে চুরি করে নারায়ণগঞ্জে নিয়ে এসে গাড়ির মালিকের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে আসছিল চক্রটি। এ ঘটনায় কুমিল্লা জেলার বরুড়া থানায় একটি মামলা হয়েছে।