ডেস্ক রিপোর্ট : গত বছর অক্টোবরে দিল্লি সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল করে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ১০ মাস পরে ইমরান খান আবার শেখ হাসিনার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তাদের আগ্রহের বিষয়টি আমাদের জানানোর পরে এই টেলিফোনে আলাপের বিষয়টি নির্ধারিত হয়।’ বুধবার (২২ জুলাই) দুপুরে এই ফোনালাপ হতে পারে।
কী বিষয় নিয়ে আলাপ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি পাকিস্তানিরা আমাদের জানায়নি।’
অন্য এক কর্মকর্তা বলেন, ‘ঢাকায় অবস্থিত ইসলামাবাদ মিশন টেলিফোন আলাপের অনুরোধের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই দেশের সরকারপ্রধানের কথা বলার বিষয়টি নির্ধারিত হয়।’
গত সপ্তাহে ঢাকায় পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন ওই রাষ্ট্রদূত। সুত্র : বাংলাট্রিবিউন