শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টোকস বাইশ গজে বড্ড বেমানান, চাইলে করোনার ভ্যাকসিন আবিস্কার করতে পারে : হার্শা

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের নান্দনিক পারফরমেন্স ক্রিকেট ভক্তদের এতোটাই মুগ্ধ করেছে যে, কোভিড-১৯ মহামারীর কথা যেনো ভুলেই গেছে সবাই। একের পর এক চোখ ধাঁধানো সব পারফরম্যান্স প্রদর্শন করে ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন স্টোকস। তাইতো ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক স্টোকসের প্রশংসা করতে গিয়ে রসিকতা করে বললেন- ‘ফর্মের তুঙ্গে আছে স্টোকস, চাইলে তিনি করোনা ভ্যাকসিনই আবিস্কার করতে পারে।

[৩] দীর্ঘ বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাধ্যমে বাইশ গজে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সিরিজেই ভক্তদের বিধ্বংসী সব ইনিংস উপহার দিচ্ছেন বেন স্টোকস।

[৪] প্রথম টেস্টে হারলেও ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংলিশরা। এই জয়ে মূল অবদান স্টোকসের। ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। তার এমন পারফরম্যান্সে ম্যাচ শেষে টুইটারে প্রশংসায় মেতে ওঠেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

[৫] ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে স্টোকসের অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রসিকতা করে বললেন- স্টোকস চাইলে করোনা ভ্যাকসিন আবিস্কার করতে পারে। বাইশ গজে মাঝেমধ্যে স্টোকসকে বড্ড বেমানান লাগে হার্শার।

[৬] এক টুইট বার্তায় হার্শা বলেন, স্টোকস দুর্দান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ক্রিকেট মাঠে তার প্রতিভা নষ্ট করা হচ্ছে। এই ফর্ম নিয়ে সে হয়তো চাইলে করোনার ভ্যাকসিনই আবিস্কার করতে পারে। ইংলিশ দলের সহ-অধিনায়ক বেন স্টোকস প্রথম ইনিংসে ১৭৬ রানের কাব্যিক এক ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে চার-ছয়ে ৫৭ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। - ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়