এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] আটক মো. ফারহাদ ইবনে নুর চৌধুরী (৩৫) চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার ২ নং জয়নগর, ২০৮ নং সমাদ বিল্ডিংয়ের মোহাম্মদ নুর নবী চৌধুরী ও ফরিদা নবী চৌধুরীর ছেলে।
[৩] গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই (সোমবার) উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে মহাসড়কের উপর চট্ট মেট্রো-ব-১১-১২০৭ মার্সা নামীয় যাত্রীবাহী বাসের সি-১ সিট হতে সকালে তল্লাশিপূর্বক ইয়াবাসহ তাকে আটক করে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে কক্সবাজার হতে চট্টগ্রাম নিজ এলাকায় ইয়াবা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিল। ইতোপূর্বেও সে কক্সবাজার হতে ইয়াবা সরবরাহ করে। আটককৃতের বিরুদ্ধে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ