মিনহাজুল আবেদীন : [২] রোববার দেশটির সুপ্রিম কোর্ট মানব ও অবৈধ মুদ্রা পাচারের মামলায় তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। আরব টাইমস
[৩] জানা গেছে, সাংসদ শহিদ ইসলামকে মদদ দেওয়ার অভিযোগের ভিত্তিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল-জাররাহ আল সাবাহকে আদালত ২১ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কুয়েত নিউজ
[৪] মেজর জেনারেল শেখ মাজেনকে ভিসা ও রেসিডেন্ট পারমিট অনুমোদনের অভিযোগে। তাকে তদন্ত কর্মকর্তারা মানব ও অবৈধ মুদ্রা পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ করছেন। প্রথম আলো
[৫] এদিকে কুয়েতের আরও ২ নাগরিক হাসান আল খাদের ও নাওয়াফ আল সালাহিকে ২ সপ্তাহের জন্য আটকাদেশ দেওয়া হয়েছে। আল বাতন
[৬] কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা, গত ৬ জুন শহিদ ইসলামকে তার বাসা থেকে আটক করে। বেশ কয়েকবার জামিন নাকচ করে আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলার চার্জশিট গঠন করা হয়েছে। কুয়েত টাইমস