শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের অনুমোদন ও চিকিৎসক ছাড়াই চলছে রাজধানীর উত্তরার আল আশরাফ হাসপাতাল

লাইজুল ইসলাম : [২] উত্তরা হাসপাতালের খোঁজ নিয়ে জানা গেছে কোনো লাইসেন্স নেই তাদের। এই অবস্থায় তারা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে।

[৩] হাসপাতালটিতে কেবিন আর সাধারণ শয্যার পাশাপাশি আছে তথাকথিত আইসিইউ। তবে তা পরিচালনা করছেন ওয়ার্ডবয় ও নার্সরা। উত্তরার এই হাসপাতালে দালালদের খপ্পরে পড়ে ঢাকার বাইরের বেশির ভাগ রোগী। ভুক্তভোগীরা বলেন, রোগীদের হাসপাতালের বেডে শুইয়ে রাখা হয়। ঘণ্টার পর ঘণ্টা চলে গেলেও আসেনা কোনো চিকিৎসক। বিভিন্ন রিপোর্টের কাগজ ধরিয়ে দেওয়া হয়। বিল দেওয়া হয় বিশাল অংকের।

[৪] হাসপাতালটির মালিকের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ করেন কয়েকজন চিকিৎসক। তারা বলেন, হাসপাতালটির অংশীদারিত্ব দেওয়ার কথা বলে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন উসামা আমিন। পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মাহাবুবুর রহমান সিকদার বলেন, ২০১৬ সালে তার থেকে অংশিদারিত্বের নামে ২৭ লাখ টাকা নিয়েছেন। এরপর আর হাসপাতালের মালিকের খোঁজ তিনি পাননি। পরে ডা. মাহবুব জানতে পারেন এই হাসপাতলের কোনো রেজিষ্ট্রেশন নাই। হাসপাতালের মালিক উসামা আমিনের বিরুদ্ধে থানায় মামালাও করেছেন তিনি।

[৫] বিএমএ’র কাউন্সিল সদস্য ডা. হুমায়ূন কবির কিছুদিন আল-আশরাফ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি বলেন, হাসপাতালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলেন, হাসপাতাল চালাতে কোনো কাগজ লাগবে না। তাদের প্রভাবেই চলবে হাসপাতাল ।

[৬] আরও কয়েকজন ভুক্তভোগী একাত্তর টিভিকে বলেন, ৪৫ শতাংশ শেয়ার দিবেন বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন মালিক। হাসপাতালের কোনো বৈধ কাগজ না থাকায় টাকা ফেরতের জন্য চেষ্টা করছেন তারা।

[৭] হাসপাতালটির হিসাবরক্ষক আরিফ হোসেন বলেন, তার কাছে হাসপাতালের কোনো কাগজ নেই। সব কাগজ তিনজন ডিরেক্টরের কাছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়