কূটনৈতিক প্রতিবেদক : [২] বৃহস্পতিবার ব্রিটেনের বার্ষিক মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে উন্নতি হয়নি।
[৩] চলতি বছরেও ২ জনের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। বিচার বহির্ভূত হত্যা, গুম ও সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে।
[৪] ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল সুরক্ষা আইনের অধীনে, ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
[৫] অনলাইনে সরকারের সমালোচনা করায় বুয়েটের একছাত্রকে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সদস্যরা পিটিয়ে হত্যা করেছে।
[৬] রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি রক্ষা করেছে। তবে কক্সবাজারের শরণার্থী শিবিরে উল্লেখযোগ্য অপরাধের খবর পাওয়া গেছে।
[৭] রোহিঙ্গাদের জন্য ব্রিটেন আরো ১১৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা দিয়েছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য ২৫৬ মিলিয়ন পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দেয়।
[৮] বিট্রেনের প্রকাশিত প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রেস ফ্রিডম ইনডেক্সের বরাত দিয়ে এসব তথ্য জানায়। সম্পাদনা : রায়হান রাজীব