শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পাওয়ায় ইউল্যাবে আনন্দ সন্ধ্যা

ডেস্ক রিপোর্ট : [২] ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এই আনন্দ ভাগাভাগি করতে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ইউল্যাব ‘সৃজনশীলতায় বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষ ৫০ এ স্থান পাওয়ায় ইউল্যাবের আনন্দ আয়োজন’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করে। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, মুজিববর্ষে আমাদের দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক একটি স্বীকৃতি পেয়েছে। এটা উচ্চশিক্ষা খাতে জাতির জন্য নতুন উপহার। এটা সবার জন্য গর্বের বিষয়, বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় যখন এগিয়ে যাওয়ার জন্য নানান ধরনের কোর্স, নানা ধরনের পাঠ্যক্রম, উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের জন্য সংযুক্ত করে আমাদের সেটাকে স্বাগত জানানো উচিৎ। এক্ষেত্রে ইউল্যাব বেশ উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে এবং এটার মাধ্যমেই এই স্বীকৃতি লাভ হয়েছে। ইউল্যাবের মত উচ্চমানের বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন পিএইচডি ও এমফিল ডিগ্রি প্রোগ্রামের অনুমতি পায় সে লক্ষ্যে ইউজিসির সঙ্গে কাজ করতে হবে।

[৩] অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, আমরা পৃথিবীতে নতুন পরিস্থিতির সম্মুখীন। সে পরিস্থিতিতে নতুনত্ব নিয়ে, নতুন প্রেরণা নিয়ে, নতুন ইনোভেশন নিয়ে ইউল্যাব হাজির হয়েছে বলে আমি বিশ্বাস করি। নতুনভাবে চিন্তা করার, ইনোভেশন আনার, কোর্স কারিকুলামকে চেঞ্জ করে আমাদের দেশের শিক্ষা কার্যক্রমকে নতুনভাবে নিয়ে আসা ইউল্যাবের দ্বারা সম্ভব।

বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পাওয়ার এই অর্জন শিক্ষার্থীদের অভিহিত করে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য কাজী নাবিল আহমেদ এমপি বলেন, শিক্ষার্থীরা যদি ভালো না করতো তাহলে ডব্লিউইউআরআই র‌্যাংকিং-এর শীর্ষ তালিকায় ইউল্যাব জায়গা করে নিতে পারতো না। তাদের উদ্ভাবনী ও সৃজনশীলতার জন্য এই অর্জন সম্ভব হয়েছে।

[৪] ইউল্যাবের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর ডিরেক্টর ও মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. জুড ইউলিয়াম হেনিলো তার বক্তব্যে ডব্লিউইউআরআই র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় কিভাবে উদ্ভাবনী ও সৃজনশীলতার জন্য ইউল্যাব স্থান করে নিয়েছে সে বিষয়ে আলোকপাত করেন।

ইউল্যাব থিম সং এর মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাব-এর উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। মাত্র ১৬ বছরে ইউল্যাব কিভাবে সাফল্যে অর্জন করতে সক্ষম হয়েছে সে বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে উপাচার্য অধ্যাপক জহির বলেন, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে যেসব উপাদান দরকার তার সবকিছু ইউল্যাবে রয়েছে।

[৫] এই অনাড়ম্বর অনুষ্ঠানে আরও যোগ দেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য আমিনা আহমেদ, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অব:) ফয়জুল ইসলাম, সব বিভাগীয় প্রধান, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা ও ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান।বাংলা ট্রিবিউন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়