শিরোনাম
◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের ◈ বাংলাদেশের ডাকে সাড়া: ১৬ দেশ পাঠাচ্ছে অর্ধশতাধিক পর্যবেক্ষক ◈ এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘শকুন্তলা দেবী’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

তন্নীমা আক্তার : [২] মহিয়সী নারী ‘শকুন্তলা দেবী’র সঙ্গে আবারও দর্শকদের পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী বিদ্যা বালান। প্রকাশ্যে আনলেন ‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবীর বায়োপিকের ট্রেলার।

[৩] ট্রেলারেই পরিচয় দিলেন তুখড় ‘শকুন্তলা দেবী’, থুড়ি বিদ্যা বালান। মুহূর্তমাত্র সময় না নিয়ে, মুখে-মুখেই হিসেব কষে বলে দিচ্ছেন বড়-বড় ক্যালকুলেশন! যা দেখে হতবাক মার্কিন মুলুকের অঙ্ক কষিয়েরাও। তবে পেশাগত ক্ষেত্রে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠলেও শকুন্তলা দেবীর সাংসারিক জীবন কিন্তু অঙ্কের হিসেবের মতোই জটিল ছিল। সুখে ঘরকন্নায় সমস্যা দেখা দিয়েছিল শুধুমাত্র অঙ্কের প্রেমে পড়েই। যার ফলে, প্রথমে স্বামী এবং পরে কন্যার সঙ্গেও সম্পর্কে ভাঙন ধরেছিল। শকুন্তলা দেবীর বায়োপিকের ট্রেলারে সেসব ঘটনাও উঠে এল। বিদ্যার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই! প্রত্যেকটা ছবিতেই তাকে নতুন করে আবিষ্কার করেন দর্শকরা। এই সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। নিজেকে ভেঙেছেন। তার ইঙ্গিত মিলল ট্রেলারেই।

[৪] উল্লেখ্য, শকুন্তলা দেবীর স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা গেল বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্তকে। যিনি এর আগেও একাধিক বলিউড ছবিতে নজর কেড়েছেন। আর এই মহিয়সী নারীর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রা । আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়