শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড রোগীর সহায়তায় ৮২০ কোটি টাকার শেয়ার বিক্রি করলেন জ্যাক মা

দেবদুলাল মুন্না: [২] নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান আলিবাবার এক দশমিক চার শতাংশ শেয়ার বিক্রি করেছেন আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। বর্তমানে ঐ শেয়ার মূল্য ৮.২ বিলিয়ন ডলারের । মঙ্গলবার এ তথ্য জানায় রয়টার্স।

[৩] গত শনি ও রোববার কোম্পানিটির বার্ষিক নথিতে এই তথ্য পাওয়া গেছে। এর আগে জ্যাক মা’র হাতে ছয় দশমিক দুই শতাংশ শেয়ার ছিলো। নতুনভাবে শেয়ার বিক্রির ফলে এখন তিনি আলিবাবার চার দশমিক আট শতাংশ শেয়ারের মালিক। গ্লোবাল বিজনেস নেট জানায়, জ্যাক মা এ শেয়ার বিক্রি করেছেন বিশ্বের করোনা রোগিদের সাহায্যের জন্য।

[৪] গতবছর নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়েন জ্যাক মা। এরপর থেকেই তিনি জনসেবায় মন দিয়েছেন। চীনা ধনকুবের জ্যাক মা গত মার্চ মাসে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন করোনা মহামারীর মধ্যে। তার প্রতিটি পোস্টে রয়েছে পৃথিবীব্যাপী দিশেহারা মানুষগুলোকে চিকিৎসা সামগ্রী পাঠানোর কথা। প্রথম দিকের একটি মেসেজে জ্যাক মার উৎসাহব্যঞ্জক মন্তব্য ছিল: ‘একটা বিশ্ব, একটা লড়াই।’ আরেকটি মন্তব্য ছিল, ‘একসাথে আমরা সফল হব!’

[৫] এখনও পর্যন্ত বিশ্বের ১৫০টিরও বেশি দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে নিজেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে রেখেছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

[৬] বাংলাদেশেও গত মার্চ মাসে ৩০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট এবং ৩ লাখ মাস্ক পঠিয়েছেন জ্যাক মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়