শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৮ জনের স্কোয়াড চূড়ান্ত; সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর

নিজস্ব প্রতিবেদক: [২] ক’রোনার কারণে তামিম-মুশফিকদের শ্রীলঙ্কা সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর বাতিল হলেও এইচপি (হাই পারফরম্যান্স) দলের শ্রীলঙ্কা সফর বাতিল করতে রাজি নয় দেশের ক্রিকেটের অভিভাবক এই সংস্থা। সেকারণে পূর্ব সূচী অনুযায়ী সেপ্টেম্বরেই এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

[৩] এই সফরকে সামনে রেখে মধ্য আগস্টে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। এজন্য ৩৮ জনের দল চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচক প্যানেল। সেখানে রয়েছে এইচপি ক্যাম্পের ক্রিকেটাররাও।

[৪] এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা রাজি হলে আমরা দল পাঠাতে পারবো। আমরা সেভাবেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। সামনে নিশ্চয়ই কোনো আলোচনা হবে।’
[৫] নান্নু আরো জানিয়েছেন, এজন্য দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। সফর চূড়ান্ত হলে বাংলাদেশের দলটি যাবে হাম্বানটোটায়। সেখানে আইসোলেশন শেষে ট্রেনিং শুরু করবে দল।এরপর ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

[৬] শুধু এইচপি নয়, জাতীয় দলের স্থগিত হওয়া সফর নিয়েও দুই বোর্ডের আলোচনা হচ্ছে। অক্টোবর-নভেম্বরের ফাঁকা সূচিতে তিন টেস্ট খেলার ব্যাপারে কথা বলছে দুই বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়