শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজায় জনস্রোত: ভিড় সামলাতে খুলে দেয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট ◈ ছেলের বাসায় খালেদা জিয়া, কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান ◈ খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৮ জনের স্কোয়াড চূড়ান্ত; সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর

নিজস্ব প্রতিবেদক: [২] ক’রোনার কারণে তামিম-মুশফিকদের শ্রীলঙ্কা সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর বাতিল হলেও এইচপি (হাই পারফরম্যান্স) দলের শ্রীলঙ্কা সফর বাতিল করতে রাজি নয় দেশের ক্রিকেটের অভিভাবক এই সংস্থা। সেকারণে পূর্ব সূচী অনুযায়ী সেপ্টেম্বরেই এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

[৩] এই সফরকে সামনে রেখে মধ্য আগস্টে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। এজন্য ৩৮ জনের দল চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচক প্যানেল। সেখানে রয়েছে এইচপি ক্যাম্পের ক্রিকেটাররাও।

[৪] এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা রাজি হলে আমরা দল পাঠাতে পারবো। আমরা সেভাবেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। সামনে নিশ্চয়ই কোনো আলোচনা হবে।’
[৫] নান্নু আরো জানিয়েছেন, এজন্য দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। সফর চূড়ান্ত হলে বাংলাদেশের দলটি যাবে হাম্বানটোটায়। সেখানে আইসোলেশন শেষে ট্রেনিং শুরু করবে দল।এরপর ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

[৬] শুধু এইচপি নয়, জাতীয় দলের স্থগিত হওয়া সফর নিয়েও দুই বোর্ডের আলোচনা হচ্ছে। অক্টোবর-নভেম্বরের ফাঁকা সূচিতে তিন টেস্ট খেলার ব্যাপারে কথা বলছে দুই বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়