শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৮ জনের স্কোয়াড চূড়ান্ত; সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর

নিজস্ব প্রতিবেদক: [২] ক’রোনার কারণে তামিম-মুশফিকদের শ্রীলঙ্কা সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর বাতিল হলেও এইচপি (হাই পারফরম্যান্স) দলের শ্রীলঙ্কা সফর বাতিল করতে রাজি নয় দেশের ক্রিকেটের অভিভাবক এই সংস্থা। সেকারণে পূর্ব সূচী অনুযায়ী সেপ্টেম্বরেই এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

[৩] এই সফরকে সামনে রেখে মধ্য আগস্টে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। এজন্য ৩৮ জনের দল চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচক প্যানেল। সেখানে রয়েছে এইচপি ক্যাম্পের ক্রিকেটাররাও।

[৪] এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘এইচপি দলকে শ্রীলঙ্কা পাঠানোর আলোচনা হচ্ছে। শ্রীলঙ্কা রাজি হলে আমরা দল পাঠাতে পারবো। আমরা সেভাবেই স্কোয়াড তৈরি করেছি। দুই বোর্ডের মধ্যে আলোচনা হচ্ছে। সামনে নিশ্চয়ই কোনো আলোচনা হবে।’
[৫] নান্নু আরো জানিয়েছেন, এজন্য দুই বোর্ডের মধ্যে আলোচনাও চলছে। সফর চূড়ান্ত হলে বাংলাদেশের দলটি যাবে হাম্বানটোটায়। সেখানে আইসোলেশন শেষে ট্রেনিং শুরু করবে দল।এরপর ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

[৬] শুধু এইচপি নয়, জাতীয় দলের স্থগিত হওয়া সফর নিয়েও দুই বোর্ডের আলোচনা হচ্ছে। অক্টোবর-নভেম্বরের ফাঁকা সূচিতে তিন টেস্ট খেলার ব্যাপারে কথা বলছে দুই বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়