শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়েক মাসের মধ্যেই হারিয়ে যায় করোনার ইমিউনিটি, বলছেন গবেষকরা

লিহান লিমা: [২] কিং কলেজ লন্ডনের গবেষকরা ৯০ জনেরও বেশি রোগীর ইমিউনিটি নিয়ে গবেষণা করে দেখেছেন, মাত্র তিন মাসের মধ্যেই করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তি ইমিউনিটি হারিয়ে ফেলে। ডেইলি মেইল।

[৩] গবেষকরা দেখেন, করোনার সংক্রমণ দেখা যাওয়ার তিন সপ্তাহ পর অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা দেখা যায়, কিন্তু আবার পরবর্তী ৫ সপ্তাহের মধ্যেই এটি মিলিয়ে যায়। এর মধ্যে ৬০ শতাংশ রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং মাত্র ১৭ শতাংশ এটিকে ৩ মাস পর্যন্ত ধরে রাখতে পারেন।

[৪] এই গবেষণা ‘হার্ড ইমিউনিটি’র ধারণাকে চ্যালেঞ্জ ছোঁড়া ছাড়াও করোনার টিকার গবেষণাকেও কঠিন করেছে। যদি এটি সত্যি হয়, তবে টিকা আবিষ্কারের জন্য ভিন্ন পথ খুঁজতে হবে। কারণ টিকা দীর্ঘ মেয়াদে করোনা থেকে সুরক্ষা দেবে না। টিকা আবিষ্কার হলেও প্রতিবছরই এটি হালনাগাদ করতে হবে। ইয়ন।

[৫] অক্সর্ফোডের গবেষকরা ইতোমধ্যেই বলেছেন, কিছু প্রাণীর ওপর পরীক্ষামূলক টিকা প্রয়োগে দেখা গেছে এটি তাদের অসুস্থতা থেকে রক্ষা করে কিন্তু করোনার সংক্রমণ বা এটি ছড়ানো থেকে নয়।

[৬] অন্যদিকে করোনার দ্বিতীয় সংক্রমণ ব্যক্তির ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মৃদু করোনায় রোগীর মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়। ৬৯টি দেশের ১ হাজার ২৬১ জন রোগীর মধ্যে ৫৫ শতাংশ বলেছেন, তাদের হার্টে অসঙ্গতিমূলক পরিবর্তন এসেছে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলছে, ৭জনের মধ্যে ১ জনের হার্টে সমস্যা দেখা দেয়ার প্রমাণ মিলেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়