শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেল আবিবে অর্থনৈতিক সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ, গ্রেফতার ২০ (ভিডিও)

রাশিদ রিয়াজ : [২] বিক্ষোভকারীরা ইসরায়েল সরকারের প্রতিশ্রুত আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। এও অভিযোগ কোভিড মোকাবেলায় ইসরায়েল সরকার ব্যর্থ হয়েছে। জেরুজালেম পোস্ট/ইসরায়েল ন্যাশনাল নিউজ/হারেৎজ/টাইমস অব ইসরায়েল

[৩] শনিবার তেলআবিবের রবিন স্কয়ারে ৮০ হাজার মানুষের বিক্ষোভের সময় পুলিশ অন্তত ২০ জনকে গ্রেফতার করে। বিক্ষোভকারীরা ভুভুজেলা বাজায় এবং বিভিন্ন সড়ক অবরোধ করে। পুলিশের প্রতি ডিম ছুড়ে মারে বিক্ষোভকারীরা। পুলিশের অশ্বারোহী দল তাদের ছত্রভঙ্গ করে। ইবনে গ্যাব্রিয়ল স্ট্রিট, রথচাইল্ড বুলেভার্ড, আজরিয়েলি সহ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়।

[৪] বিক্ষোভকারীদের অভিযোগ, করোনাকালে সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় চরম আর্থিক সংকটের মুখোমুখি তারা। অথচ প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অভিনয় শিল্পীদের বেশ কয়েকটি সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা দেশটির সরকারের উদ্দেশ্যে ‘নো মোর গেমস’, ‘অনেস্ট, ট্রু, জাস্টিফাইড প্রোটেস্ট’ স্লোগান দিতে থাকে।

[৫] মার্চে করোনা সংক্রমণের শুরুতেই কঠোর লকডাউনে গেলেও সম্প্রতি তা শিথিল করে দেশটি। দেশটিতে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশ। লকডাউন প্রত্যাহারের জোর দাবি জানালেও দেশটিতে প্রতিদিন দেড় সহস্রাধিক মানুষ কোভিডে আক্রান্ত হওয়ায় তা সম্ভব হচ্ছে না।

[৬] বার্বি মিউজিক ক্লাবের মালিক শাহুল মিজারাহি বলেন, সরকারের দেয়া প্রতিজ্ঞা খেতে পারলে আমাদের সকলের অতিরিক্ত ওজন হয়ে যেত। বাক্যবাণে আমরা জর্জরিত। আশ্বাসে বিরক্ত।

[৭] ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ বলেছেন শনিবার রাতের এ প্রতিবাদ, ‘সৎ, সত্যি ও যৌক্তিক’।

https://a7.org/media/a7radio/misc/video/20/jul/11-07-20-mehumot.mp4

https://twitter.com/i/status/1282045938983411713

https://twitter.com/i/status/1282058661733502978

https://twitter.com/i/status/1282072959071522816

https://twitter.com/i/status/1282024250560450560

  • সর্বশেষ
  • জনপ্রিয়