শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নতুন কোভিডে আক্রান্ত ৪৮জন

বগুড়া প্রতিনিধি: [২] এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫৬জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ শনিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় গত ২৪ ঘন্টায় সরকারি বে-সরকারি পিসি আর ল্যাবে ২৫৭টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২৩ জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৬৯টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৫টি।

[৪] নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৫জন, নারী ১৮জন, ৫জন শিশু রয়েছে।নতুন আক্রান্ত ৪৮জনের মধ্যে বগুড়া সদরে ৩০জন, শেরপুরে চারজন, গাবতলীতে চারজন, শিবগঞ্জে তিনজন, আদমদীঘিতে তিনজন, শাজাহানপুরে দুইজন, কাহালুতে একজন ও সারিয়াকান্দিতে একজন।

[৫] অত্র জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৮২জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক হাজার ৬৯৯জন সুস্থ হয়েছেন। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৬৭জনে দাঁড়িয়েছে।

[৬] গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনা পজিটিভ হয়। সেই থেকে ১০ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১হাজার ৮৩৯টি। এর মধ্যে ১৯হাজার ৪৮০টির ফলাফল এসেছে।

[৭] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, নতুন করে আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি কাহারো অবস্থা জটিল হয়, তাদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়