শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধ হওয়ার একদিন পর আবার খুলে দেওয়া হল সিঙ্গাপুরের বিখ্যাত মসজিদ

ইসমাঈল আযহার: [২] সিঙ্গাপুরের স্বাস্থ্য অধিদফতরের কর্মীরা জানিয়েছেন, কোভিড -১৯ আক্রান্ত এক ব্যক্তির উপস্থিতির কারণে দেশের বিখ্যাত আল-আনসার মসজিদ বন্ধ করা হয়। ওই ব্যক্তি ২৬শে জুন থেকে ২ জুলাই পর্যন্ত আসরের নামাজ পড়তে মোট ৮ বার মসজিদটিতে উপস্থিত হয়েছিল। টুডে অনলাইন

[৩] সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, মসজিদটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (৮ জুলাই) পর্যন্ত বন্ধ রাখা হয়। একদিন পর ৯ জুলাই থেকেই আবার নামাজ চালু করা হয়। তবে তারা জানিয়েছিল, শুক্রবারের নামাজের জন্য পরিকল্পনা করা হবে।

[৪] সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, মসজিদে উপস্থিত হওয়া অন্যান্য মুসল্লিরা কোভিডে আক্রান্ত হননি।

[৫] সিঙ্গাপুরের ইসলামিক ধর্মীয় কাউন্সিল বলছে, যারা এই সময়ের মধ্যে আল-আনসার মসজিদে উপস্থিত হয়েছেন, সতর্কতা অবলম্বনের জন্য তারা যেন আগামী ১৪ দিন তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন।

[৬] গত ২৬ জুন সিঙ্গাপুরের সব মসজিদে জুমাসহ পুনরায় নামাজের অনুমতি দেওয়া হয়। এসময় নামাজ আদায়ে নিয়মানুযায়ী মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে চলেছেন এবং ৫০ জনের বেশি উপস্থিত হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়