শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টের বিষয়ে অধিদপ্তরের কাছে ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, হাসপাতালটিতে চালানো র‌্যাবের অভিযান ও বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হওয়ার পর দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

[৩] লাইসেন্সের মেয়াদ নবায়ন না করে রিজেন্ট হাসপাতাল কীভাবে ‘কোভিড ডেডিকেটেড’ হাসপাতাল হিসেবে চুক্তিবদ্ধ হল, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৪] স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

[৫] স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা বলেন, চিঠিতে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালটিকে সিলগালা করার নির্দেশনাও দেয়া হয়েছে।

[৬] উম্মে হাবিবা বলেন, সমঝোতা চুক্তিতে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কথা ছিলো না। তারা শর্ত ভঙ্গ করে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এই বিষয়ে তদন্ত করে দ্রæত মন্ত্রণালয়ে লিখিত ভাবে জানাতে বলা হয়েছে।

[৭] গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রিজেন্ট হাসপাতালের চুক্তির সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের তৎকালীন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধতন কর্মকর্তারা।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, মন্ত্রণালয়ের চিঠির উত্তর প্রস্তুত হচ্ছে। তবে কি উত্তর হবে তা এখনো আমি জানি না। হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের বিষয় এটি।

[৯] হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসান কয়েকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়