ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের সিন্ধু প্রদশের একটি গ্রামে ২৫ বছর বয়সী একটি মেয়ে ১২ বছর ধরে শিকলে বন্দি রয়েছে। শ্রীমতি ওসি নামক ওই মেয়েটির ভাই দামোন মিল জানিয়েছেন, তার বোনের মানসিক ভারসাম্য ঠিক নেই। তাই শিকলে বন্দি করে রাখা হয়েছে। ডেইলি জাং
[৩] দামোন মিল বলেন, ১১ বছর আগে আমার শ্রীমতি ওসি’র প্রচন্ড জ্বর হয়েছিল। এতে শ্রীমতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনি বলেন, অর্থিক সংকটের কারণে বোনকে ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারিনি। যার কারণে বোনের অবস্থা আরও খারাপ হয়েছে।
[৪] তিনি আরও জানান, মানসিক ভারসাম্য হারানোর ফলে শ্রীমতি নিজেকে কষ্ট দিচ্ছিল এবং ঘরের বাইরে ঘোরাফেরা করে বেড়াতো তাই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বোনের ভালো জায়গায় চিকিৎসা হোক বলে কামনা করেন বলেও জানান তিনি।