শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাপুলকে কুয়েত ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করেছে: পররাষ্ট্রমন্ত্রী

মিনহাজুল আবেদীন : [২] স্থানীয় অধিবাসী হিসাবে মানি লন্ডারিং ও মানব পাচারের অভিযোগে সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলকে আটক করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন। দেশ রুপান্তর

[৩] মঙ্গলবার মোমেন বলেন, দেড় মাস আগে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে তাকে গ্রেফতার করা সত্তে¡ও কুয়েত আনুষ্ঠানিকভাবে পাপুলের অবস্থা সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেনি। তবে আমরা বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর জন্য বলেছি। আরব টাইমস

[৪] তিনি বলেন, কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে শহীদের বিরুদ্ধে অভিযোগ অবহিত করে, তখন আমাদের আইন অনুসারে পদক্ষেপ নেয়া হবে। এই ধরনের অপরাধমূলক অভিযোগের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। কালের কণ্ঠ

[৫] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ পাচার ও মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছেন। তারা (অর্থ পাচারকারী ও পাচারকারী) যে দলেরই হোক না কেন, তারা আওয়ামী লীগের হলেও শাস্তি নিশ্চিত। প্রথমআলো

[৬] এদিকে শহীদ ল²ীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কুয়েতের ফৌজদারি তদন্ত বিভাগ ৬ জুন শহীদকে গ্রেফতার করে। কুয়েতের পাবলিক প্রসিকিউশন আরও তদন্ত না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছে। কুয়েত টাইমস

[৭] জানা গেছে, দুদক মানব পাচারের মাধ্যমে ১ হাজার ৪ শ’ কোটি টাকা আয় করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তার পরিবারের সদস্যদের আয়কর নথি চেয়েছে এবং নির্বাচন কমিশনকে শহীদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তার স্ত্রী সেলিনা ইসলামের নির্বাচনী হলফনামা জমা দেয়ার জন্য বলা হয়েছে। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়