শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি ঘোষণায় বিএমটিপি’র নিন্দা ও প্রতিবাদ

শরীফ শাওন : [২] বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, কোভিড মহামারিতে জনবল সঙ্কটে হিমশিম খেতে হয়েছে স্বাস্থ্যকর্মীদের। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টগণ এগিয়ে আসেন। এমন সঙ্কটমুহুর্তে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন কোনভাবে কাম্য নয়।

[৩] মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমটিপি জানায়, এই মহাসংকটে মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বিপিএসএমটিএ ও বিতর্কিত বিএমটিএ প্রায়ই স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট করে স্বাস্থ্যখাতের কাজকে বাধাগ্রস্ত করছে। এর মধ্যে তারা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দেয়।

[৪] আশিকুর রহমান বলেন, এসকল কর্মকাণ্ড বিএনপি জামায়েতের নীল নকশা। এছাড়াও বিএনপির সাংসদ চাঁপাইনবাবগঞ্জের হারুন অর রশীদের প্ররোচনায় এই কর্মবিরতি পালন করা হয়।

[৫] তিনি বলেন, এই কর্মসূচি আমরা সফল হতে দিবো না। সরকারকে সহযোগিতার লক্ষ্যে এই কর্মসূচি প্রতিরোধে বিএটিপি’র নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। প্রয়োজনে আরও ১ হাজার মেডিকেল টেকনোলজিস্ট মাঠে নামানো হবে। কর্মবিরতি কর্মসূচীর জন্য বিপিএসএমটিএ ও বিএমটিএ নেতৃবৃন্দদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়