নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এখন লন্ডনে। একটি ছোট অপারেশনের জন্য তিনি সেখানে গেছেন।
[৩] আজ রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, অনেক দিন ধরেই তার মূত্রথলিতে সমস্যা ছিলো। সময়ের অভাবে তিনি অপারেশন করতে পারেননি। করোনার কারণে খেলাধুলা বন্ধ থাকায় এবং নিজের অফিসের ব্যস্ততা মিটিয়ে গত ২১ জুন তিনি লন্ডনে রওনা হয়ে যান। সেখানকার নিয়মানুযায়ী বিসিবি সভাপতিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। সেটিও আজ শেষ হয়েছে। এবার তিনি তার ছোট অপারেশটি করাবেন।