শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮ বছর পর মাইদুলকে খুঁজে পেলেন মা বিলকিস বেগম

সিরাজুল ইসলাম : [২] তার বয়স এখন ১৮ বছর। শুক্রবার রাত ১০টার দিকে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, মুকিত হাসান, ওসি আখতার মোর্শেদের উপস্থিতে তাকে মায়ের হাতে তুলে দেয়া হয়।

[৩] বরগুনার আমতলী উপজেলার টেপুড়া গ্রামের মতিন মুন্সির মেয়ে বিলকিস বেগমের সঙ্গে ১৯৯৭ সালে পাশের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর গ্রামের রুহুল আমিন খন্দকারের বিয়ে হয়। যৌতুকের জন্য বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার হন বিলকিস। এরমধ্যেই ছেলে মাইদুল ও মেয়ে তামান্নার জন্ম হয়। সাত বছর পর তাদের বিচ্ছেদ হয়। দুই বাচ্চাকে নিয়ে বিলকিস চলে যান ঢাকার তুরাগে। কাজ নেন গার্মেন্টেস কারখানায়।

[৪] ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি মোবাইল রিচার্জের দোকানে টাকা দিতে গিয়ে পথ হারায় মাইদুল। ঘুরতে ঘুরতে সে পৌঁছায় সদর ঘাটে। পটুয়াখালীর মকবুল হোসেন মাষ্টার মাইদুলকে অসহায় অবস্থায় পেয়ে বাড়িতে নিয়ে যান। বিলকিস ২৬ ফেব্রুয়ারি তুরাগ থানায় জিডি করেন। মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি।

[৫] মকবুল মাস্টারের ছেলে মেহেদী হাসান পটুয়াখালী জজ কোর্টের সামনে তার ফটোস্ট্যাটের দোকানে কাজ দেয় মাইদুলকে। ঘনিষ্ঠ বন্ধু মোস্তফা ও মাসুদের কাছে সে ঘটনা খুলে বলে। তারা মায়ের খোঁজ করতে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়