শিরোনাম
◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকবাল আনয়োর: ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক নার্সদের দশা

ইকবাল আনয়োর: ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক নার্সদের দশা দেখলাম টিভিতে। ধন্যবাদ সাংবাদিকদের। তারা দেখালেন বলে। নয়তো এ সব চাকরি হারাবার ভয়ে কেউ বলতো না। চোখে না দেখলে বিশ্বাস হতো না। তাদের খাবার মান, নাস্তার নিম্নমান, ও পলিথিনে অস্বাস্থ্যকরভাবে পরিবেশনার অবস্থা অনেকটা প্রিজনারদের মতো। থাকাও তেমনই। ছয়শো টাকার হোটেলের চিপা গলি। রান্নার ঘরের স্লেবের নীচ দিয়ে যাতায়াত। একেতো কাজের চাপ, রোগীর অসন্তোষ, ধমক, তারপর এভাবে খুপড়িতে থাকা। সকালে নিতে বাস ঠিক মতো আসেনা। তারা হেঁটেই হাসপাতালে যায়। চৌদ্দদিন পরে চৌদ্দদিন অফ। তখন একবার রক্ত পরীক্ষা।

নেগেটিভ আসলে তারা একবার বাড়ি যায়, বাজার করে দিয়ে আসে, ভয়ে দেখা করে না, মিশে না পরিবারের সঙ্গে, থাকেও না। পজেটিভ হলে আইসোলেশন, ভালো হলে পুনচিকিৎসায় গমন বা মৃত্যু। প্রণোদনা, উৎসাহ, সম্মান, প্রশংসা এসব বাদ। বরং কাঁটা ঘায়ে নুনের ছিটা। মিথ্যার জ্বালা। ডিজি অফিসের প্রকৃত এক কর্তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা অতো মাইক্রো লেবেলের খবর জানবো কী করে? আমার কাছে কোনো অভিযোগ নেই। অরক্ষিত পিপিই’র কথা উঠলো এখানে বা অন্য চ্যনেলে। ওষুধ কম্পানির পিপিই না, এগুলোতে চলবে না, বাজার থেকে দেখে শোনে নিজেদেরকেই ভালো পিপিই ও মাস্ক কিনতে পরামর্শ দিলো একজন। ঢাকা মেডিকেলের দশা হলো এই। তবে অন্য খানের কি তা তো প্রতিবেদনে বলা হয়নি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়