শিরোনাম
◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকবাল আনয়োর: ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক নার্সদের দশা

ইকবাল আনয়োর: ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক নার্সদের দশা দেখলাম টিভিতে। ধন্যবাদ সাংবাদিকদের। তারা দেখালেন বলে। নয়তো এ সব চাকরি হারাবার ভয়ে কেউ বলতো না। চোখে না দেখলে বিশ্বাস হতো না। তাদের খাবার মান, নাস্তার নিম্নমান, ও পলিথিনে অস্বাস্থ্যকরভাবে পরিবেশনার অবস্থা অনেকটা প্রিজনারদের মতো। থাকাও তেমনই। ছয়শো টাকার হোটেলের চিপা গলি। রান্নার ঘরের স্লেবের নীচ দিয়ে যাতায়াত। একেতো কাজের চাপ, রোগীর অসন্তোষ, ধমক, তারপর এভাবে খুপড়িতে থাকা। সকালে নিতে বাস ঠিক মতো আসেনা। তারা হেঁটেই হাসপাতালে যায়। চৌদ্দদিন পরে চৌদ্দদিন অফ। তখন একবার রক্ত পরীক্ষা।

নেগেটিভ আসলে তারা একবার বাড়ি যায়, বাজার করে দিয়ে আসে, ভয়ে দেখা করে না, মিশে না পরিবারের সঙ্গে, থাকেও না। পজেটিভ হলে আইসোলেশন, ভালো হলে পুনচিকিৎসায় গমন বা মৃত্যু। প্রণোদনা, উৎসাহ, সম্মান, প্রশংসা এসব বাদ। বরং কাঁটা ঘায়ে নুনের ছিটা। মিথ্যার জ্বালা। ডিজি অফিসের প্রকৃত এক কর্তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা অতো মাইক্রো লেবেলের খবর জানবো কী করে? আমার কাছে কোনো অভিযোগ নেই। অরক্ষিত পিপিই’র কথা উঠলো এখানে বা অন্য চ্যনেলে। ওষুধ কম্পানির পিপিই না, এগুলোতে চলবে না, বাজার থেকে দেখে শোনে নিজেদেরকেই ভালো পিপিই ও মাস্ক কিনতে পরামর্শ দিলো একজন। ঢাকা মেডিকেলের দশা হলো এই। তবে অন্য খানের কি তা তো প্রতিবেদনে বলা হয়নি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়