শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে লকডাউন শিথিল হচ্ছে শনিবার, এখনই খুলছে না মসজিদ

সিরাজুল ইসলাম : [২] ১৩ জুলাই লন্ডনের মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] লন্ডনের ক্রয়োডন শাহজালাল মসজিদের ইমাম শামিমুল ইসলাম জানান, মসজিদে নামাজ শুরু করা নিয়ে মসজিদ কমিটি সিদ্বান্ত নেবেন। লন্ডনের অন্যান্য এলাকার মসজিদগুলোর সঙ্গে সমন্বয় সাধন করে মসজিদ খোলা হবে।

[৪] কাউন্সিল অব মস্কের গাইডলাইন অনুযায়ী মসজিদে আসার সময় মুসল্লিরা নিজ নিজ জায়নামাজ নিয়ে আসবেন। কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজে দাঁড়াবেন, মাস্ক পরিধান করে আসবেন। ৭০ বছরের বেশি বয়স্ক এবং ১২ বছরের কম বয়সের শিশুরা মসজিদে আসবেন না। মহিলারা আপাতত মসজিদে না এসে ঘরে নামাজ পড়বেন। যাদের কোনো ধরনের রোগের উপসর্গ আছে তারা মসজিদে আসা থেকে বিরত থাকবেন। শুধু জামাতে নামাজের আগমুহূর্তে মসজিদ খোলা হবে। জামাত শেষ হলে বন্ধ করে দেয়া হবে। সুন্নাত নামাজ মসজিদে আসার আগে অথবা জামাত শেষে ঘরে গিয়ে পড়বেন। ঘরে অজু করে আসবেন। অতি জরুরি ছাড়া অজুখানা ও টয়লেট ব্যবহারের সুযোগ থাকবে না। মসজিদের এক দরজা দিয়ে মুসল্লিরা প্রবেশ করবেন, অন্য দরজা দিয়ে বের হয়ে যাবেন। জুতা রাখার জন্য ব্যাগ নিয়ে আসবেন। প্রতিটি মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মুসল্লিরা প্রবেশের সময় তা ব্যবহার করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়