চৌধুরী হারুন: [২] শুক্রবার ২ জন নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাঙ্গামাটিতে করোনা ভাইরাস মোট- ৩৪৩ জন আক্রান্ত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য কোভিড-১৯ বেড়ে যাচ্ছে তার কারণ স্থাস্থ্য বিধি না মানায় অবাধেও বেপোরোয়া চলোফেরায় স্থাস্থ্য ঝুকি বাড়ছে ।
[৩] জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক পার্সন চিকিৎসক ডা.মোস্তফা কামাল বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ২জন করোনা পজেটিভ রির্পোট আসছে. এর মধ্যে রাঙ্গামাটি সদরে ১জন,কাপ্তাই-১জন। । সুস্থ হয়েছে ১৫৪ জন । মৃত্যু ৭ জন । সম্পাদনা: জেরিন আহমেদ