শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯-এ কল বেড়েছে ৩ গুণ, বেড়েছে নারী নির্যাতন

রায়হান রাজীব : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নারীর ওপর সহিংসতা বেড়েছে। বাংলাদেশেও এর প্রভাব রয়েছে। গত বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত নারী ও শিশুর ওপর নির্যাতনের ২ হাজার ১৬১টি ফোন এসেছিল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। এ বছরের ২২ জুন পর্যন্ত সেই সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে হয়েছে ৫ হাজার ৭০৭।

[৩] শুধু স্বামী-স্ত্রীর ঝগড়া নয়, ভাইবোনের মধ্যে ঝগড়ার পরও পুলিশের সহায়তা চেয়েছেন কেউ কেউ। এমনই এক ঘটনা ঘটে গত ৭ মে রাজধানীর ভাটারার চেয়ারম্যানবাড়ি এলাকায়। নিজের বোনকে পিটিয়ে একটি কক্ষে আটকে রেখেছিলেন ভাই। পরে ৯৯৯ তে ফোন দিলে পুলিশ গিয়ে বোনকে উদ্ধার করে।

[৪] গত বছরের ছয় মাসে নারী ও শিশুর ওপর নির্যাতনের ফোন ছিল ২ হাজার ১৬১ টি। এ বছরের ছয় মাসে সেই সংখ্যা ৫ হাজার ৭০৭।

[৫] ফোনকলের পরিসংখ্যান এবং বিভিন্ন ব্যতিক্রম ঘটনা সংরক্ষণ করেন ৯৯৯এর ইনস্ট্রাক্টর এম এন অনিক। তিনি বলেন, কয়েকটি ঘটনার ক্ষেত্রে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিপাকেও পড়তে হয়েছে। ১৩ এপ্রিল রাত সাড়ে ১২টায় ধানমন্ডি থেকে এক প্রতিবেশী ফোন করে জানান, তাঁর পাশের ফ্ল্যাটে স্ত্রীকে মারধর করছেন স্বামী। চিৎকারচেঁচামেচিতে তাঁরা ঘুমাতে পারছেন না। বিষয়টি ধানমন্ডি থানার পুলিশকে জানালে তারা ঘটনাস্থল যায়। তখন স্বামী-স্ত্রী দুজনই চড়াও হন পুলিশের ওপর। তাঁরা নিজেরা অভিযোগ করেননি, তারপরও পুলিশ কেন এসেছে, এর জবাব চান। একপর্যায়ে প্রতিবেশীর সহায়তায় বিষয়টির মীমাংসা করতে হয় পুলিশকে।

[৬] নাগরিকের যেকোনো জরুরি প্রয়োজনে মুঠোফোন থেকে ৯৯৯এ বিনা পয়সায় ফোন করতে পারেন। প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকে এই সেবা। ৯৯৯ সার্ভিসের প্রশিক্ষিত কর্মীরা প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। ৯৯৯ নম্বরে কেউ ফোন করলে সমস্যার ধরন, নাম-পরিচয় ও ঠিকানা জেনে ব্যবস্থা নেওয়া হয়।

[৭] ২০১৭ সালে এই সেবা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২ কোটি ৭৬ লাখ ৩৩৫টি ফোন এসেছে। এগুলোর মধ্যে ৭৮ দশমিক ৩২ শতাংশ বা ১ কোটি ৬২ লাখ ৬১ হাজার ৪৮৪টি কলে কোনো সেবা দেওয়া হয়নি। কোনো কারণ ছাড়াই এসব কল করা হয়েছিল। সেবা দেওয়া হয়েছে ৪৫ লাখ ৩ হাজার ৮৫১টি কলের বিপরীতে।

[৮] জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রধান ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক তবারক উল্লাহ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথম দিকে তাঁরা ভাইরাস–সংশ্লিষ্ট বিভিন্ন কল পাচ্ছিলেন। মানুষ ছোটখাটো বিভিন্ন তথ্য জানতে চাইছিল। প্রায় ৪ লাখ ১৮ হাজার ১৩৫টি এমন কলে ১৮ হাজার ৪০৩টি জায়গায় পুলিশ সদস্যকে পাঠাতে হয়েছে। করোনার জন্য অন্যান্য হটলাইন চালু হওয়ার পর এই সংখ্যা কমে এসেছে।

[৯] জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসি সুলতানা নারী ও শিশুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়ার পেছনে মহামারির বিশেষ পরিস্থিতির কয়েকটি দিকের কথা বলছেন। তাঁর মতে, কাজ হারিয়ে ফেলায় অনেকেই খাবারের মতো মৌলিক চাহিদার ঠিকমতো জোগান দিতে পারছেন না। অনেকেরই কর্মক্ষেত্রের অনিশ্চিত পরিস্থিতি হতাশা ও অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই গৃহকর্মী বাদ দেওয়ায় গৃহকাজ বেড়ে গেছে। এতেও পরিবারের সদস্যদের ওপর চাপ বেড়েছে। এসব কারণেই সহিংসতা বাড়ার পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়