শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তার ওপর বাঁশের সাঁকো!

আরিফুল ইসলাম, সরাইল : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর-পরমানন্দপুর প্রধান সড়কে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে মানুষ। সরকারি অর্থায়নে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায়ে সেতু-কালভার্ট নির্মাণ করা হয়। তবে জনগুরুত্বপূর্ণ এই গ্রামীণ রাস্তার উন্নয়নে কোনো কাজই করা হয়নি। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী পাঁচ গ্রামের মানুষদের দীর্ঘ বছরের দূর্ভোগ শেষ হয়নি।

[৩] বর্তমানে গ্রামীণ অঞ্চলের এই রাস্তা বর্ষার সামান্য পানি আসতেই তলিয়ে গেছে, পরিণত হয়েছে এক জলাশয়ে। তাই বাধ্য হয়ে স্থানীয়রা রাস্তার ওপর সাঁকো বানিয়ে চলাচল করছে।

[৪] এদিকে এই রাস্তার দক্ষিণ দিকে পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের সীমানা ঘেঁষা ভুইশ্বর এলাকায় আরেকটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তায় খালের ওপর প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। এতে গ্রামের কাঁচা রাস্তার সংযোগ সরাইল-অরুয়াইল পাকা সড়কের সঙ্গে হলেও শুধু এ কাঁচা রাস্তার উন্নয়ন কাজ না করায়, বর্ষার পানি গ্রাস করেছে এই রাস্তাটিকে। এখানেও রাস্তার ওপর সাঁকো বানিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ।

[৫] স্থানীয়রা জানান, ভুইশ্বর গ্রামের মানুষ সারাজীবন এই খালে নৌকায় চড়ে অথবা বাঁশের সাঁকো পার হয়ে সরাইল-অরুয়াইল সড়কে উঠে ইউনিয়নের হাটবাজার, উপজেলা সদরসহ জেলা শহরে আসা-যাওয়া করতে হয়েছে।

[৬] পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, ভুইশ্বর এলাকায় সরকারি অর্থায়নে ওই দুই সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। আর সেই দুটি রাস্তা উন্নয়নে পদক্ষেপ নেয়া হয়েছে। এখানে সরকারি অর্থায়নে সঠিক নিয়মে প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়