শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তার ওপর বাঁশের সাঁকো!

আরিফুল ইসলাম, সরাইল : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর-পরমানন্দপুর প্রধান সড়কে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে মানুষ। সরকারি অর্থায়নে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায়ে সেতু-কালভার্ট নির্মাণ করা হয়। তবে জনগুরুত্বপূর্ণ এই গ্রামীণ রাস্তার উন্নয়নে কোনো কাজই করা হয়নি। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী পাঁচ গ্রামের মানুষদের দীর্ঘ বছরের দূর্ভোগ শেষ হয়নি।

[৩] বর্তমানে গ্রামীণ অঞ্চলের এই রাস্তা বর্ষার সামান্য পানি আসতেই তলিয়ে গেছে, পরিণত হয়েছে এক জলাশয়ে। তাই বাধ্য হয়ে স্থানীয়রা রাস্তার ওপর সাঁকো বানিয়ে চলাচল করছে।

[৪] এদিকে এই রাস্তার দক্ষিণ দিকে পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের সীমানা ঘেঁষা ভুইশ্বর এলাকায় আরেকটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তায় খালের ওপর প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। এতে গ্রামের কাঁচা রাস্তার সংযোগ সরাইল-অরুয়াইল পাকা সড়কের সঙ্গে হলেও শুধু এ কাঁচা রাস্তার উন্নয়ন কাজ না করায়, বর্ষার পানি গ্রাস করেছে এই রাস্তাটিকে। এখানেও রাস্তার ওপর সাঁকো বানিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ।

[৫] স্থানীয়রা জানান, ভুইশ্বর গ্রামের মানুষ সারাজীবন এই খালে নৌকায় চড়ে অথবা বাঁশের সাঁকো পার হয়ে সরাইল-অরুয়াইল সড়কে উঠে ইউনিয়নের হাটবাজার, উপজেলা সদরসহ জেলা শহরে আসা-যাওয়া করতে হয়েছে।

[৬] পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, ভুইশ্বর এলাকায় সরকারি অর্থায়নে ওই দুই সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। আর সেই দুটি রাস্তা উন্নয়নে পদক্ষেপ নেয়া হয়েছে। এখানে সরকারি অর্থায়নে সঠিক নিয়মে প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়