শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তার ওপর বাঁশের সাঁকো!

আরিফুল ইসলাম, সরাইল : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর-পরমানন্দপুর প্রধান সড়কে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে মানুষ। সরকারি অর্থায়নে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায়ে সেতু-কালভার্ট নির্মাণ করা হয়। তবে জনগুরুত্বপূর্ণ এই গ্রামীণ রাস্তার উন্নয়নে কোনো কাজই করা হয়নি। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী পাঁচ গ্রামের মানুষদের দীর্ঘ বছরের দূর্ভোগ শেষ হয়নি।

[৩] বর্তমানে গ্রামীণ অঞ্চলের এই রাস্তা বর্ষার সামান্য পানি আসতেই তলিয়ে গেছে, পরিণত হয়েছে এক জলাশয়ে। তাই বাধ্য হয়ে স্থানীয়রা রাস্তার ওপর সাঁকো বানিয়ে চলাচল করছে।

[৪] এদিকে এই রাস্তার দক্ষিণ দিকে পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের সীমানা ঘেঁষা ভুইশ্বর এলাকায় আরেকটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তায় খালের ওপর প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। এতে গ্রামের কাঁচা রাস্তার সংযোগ সরাইল-অরুয়াইল পাকা সড়কের সঙ্গে হলেও শুধু এ কাঁচা রাস্তার উন্নয়ন কাজ না করায়, বর্ষার পানি গ্রাস করেছে এই রাস্তাটিকে। এখানেও রাস্তার ওপর সাঁকো বানিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ।

[৫] স্থানীয়রা জানান, ভুইশ্বর গ্রামের মানুষ সারাজীবন এই খালে নৌকায় চড়ে অথবা বাঁশের সাঁকো পার হয়ে সরাইল-অরুয়াইল সড়কে উঠে ইউনিয়নের হাটবাজার, উপজেলা সদরসহ জেলা শহরে আসা-যাওয়া করতে হয়েছে।

[৬] পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, ভুইশ্বর এলাকায় সরকারি অর্থায়নে ওই দুই সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। আর সেই দুটি রাস্তা উন্নয়নে পদক্ষেপ নেয়া হয়েছে। এখানে সরকারি অর্থায়নে সঠিক নিয়মে প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়