মিনহাজুল আবেদীন : [২] মঙ্গলবার বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস ও অধ্যাপক বলেন, শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো সময়ের দাবি। শিক্ষার উন্নয়ন করতে হলে অবশ্যই শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ সুযোগ বাড়াতে হবে। বাংলানিউজ
[৩] তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতে শিক্ষাব্যবস্থার যে ক্ষতি হয়েছে। তা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। তবে সাধারণ বা সাপ্তাহিক ছুটি কমিয়ে এনে ক্ষতি কিছুটা কমিয়ে আনা যাবে।
[৪] এ অধ্যাপক বলেন, ‘দীর্ঘ ছুটির ফাঁদে শিক্ষাপ্রতিষ্ঠান। এমন পরিস্থিতি স্বাধীনতার পর দেখা যায়নি।পৃথিবীর সর্বত্রই একই অবস্থা। প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। এটি মেনে নিতে হয় বেঁচে থাকার তাগিদেই।শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বড় বিপর্যয় নেমে এসেছে বলে মনে করি। এই ক্ষতি সহজে পূরণ করা সম্ভব নয়। বিকল্প ব্যবস্থাও আমরা গড়ে তুলতে পারিনি, যা দিয়ে ক্ষতি পোষানো সম্ভব হবে।’
[৫] তিনি বলেন, ‘ কোভিড পরিস্থিতি কেটে গেলে সাপ্তাহিক ছুটি বাতিল করা যেতে পারে কিছুদিনের জন্য। তবে পরীক্ষা কমিয়ে আনতে হবে। পাবলিক পরীক্ষা অধিক হওয়ার কারণেই ক্ষতি বেশি হচ্ছে। এখন এই সমস্যা আরও জটিল হবে। এই ব্যবস্থার পরিবর্তন অতি জরুরি।’
[৬] এ শিক্ষাবিদ বলেন, শ্রেণিকক্ষের ক্লাস-পরীক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে। ক্লাসেই পরীক্ষার ব্যবস্থা হোক। নইলে শিক্ষার্থীদের আর মনোযোগী করা সহজ হবে না। এজন্য শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে হবে।
[৭] তিনি আরও বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী বিশ্বে টিকে থাকতে হবে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।