রাশিদ রিয়াজ : [২] বিশ্বজনসংখ্যার ৪ শতাংশের সমান মার্কিন জনগণ হলেও কোভিডে আক্রান্তের দিক থেকে এ হার দেশটিতে ২৫ শতাংশ। বিশ্বের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের জ্বলজ্বলে ভূমিকা কোভিডে এসে এক কালো গহ্বরে হারিয়ে যাচ্ছে। সিএনএন
[৩] ১ লাখ ২৬ হাজার মার্কিনী মারা গেছে কোভিডে, আক্রান্ত আড়াই মিলিয়ন। শাটডাউন তুলে নেয়ার শুরুতেই নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। কোভিডে দ্বিতীয় বৃহত্তম মৃত্যুর সংখ্যা ব্রাজিলে ৫৭ হাজার ৬’শ হলেও যুক্তরাষ্ট্রে তা দ্বিগুণ।
[৪] মার্কিন মহামারিবিদরা বারবার কোভিড নিয়ে সতর্ক করলেও প্রেসিডেন্ট ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেননি বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অনেকে দাবি করছেন। ধীরগতিতে কোভিড পরীক্ষার কথা বলেছিলেন ট্রাম্প।
[৫] দিনে ১ হাজার ৩৯ জন মার্কিনি কোভিডে মারা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার গত সপ্তাহে সতর্ক করেছিলেন কিন্তু তাতে কান দেয়া হয়নি। মৃতদের ৮০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। সিডিসি’র পরিসংখ্যান বলছে মৃতদের ৩ শতাংশের বয়সে ৪০ বছরের চেয়ে কম। ১৮ শতাংশ আক্রান্তের বয়স ১৮ থেকে ২৯ বছর।
[৬] ভিয়েতনাম যুদ্ধে ৫৮ হাজার, কোরিয়া যুদ্ধে ৩৭, ইরাক যুদ্ধে ৪ হাজার ৪৩১, আফগানিস্তান যুদ্ধে ২ হাজার ৪৪৫ জন মার্কিনী মারা যায়। ভিয়েতনাম যুদ্ধের চেয়ে কোভিডে ২.২, কোরিয়ার চেয়ে ৩.৪, ইরাকের চেয়ে ২৮ ও আফগানিস্তান যুদ্ধের চেয়ে কোভিডে মারা গেছে ৫১ গুণ বেশি মার্কিনী।