লিহান লিমা: [২] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ সফল হয়েছে। বিবিসি
[৩] চীনা সেনাবাহিনীর গবেষণাগার এবং স্যানসিনো বায়োলজিকসের তৈরি ‘এডি৫-এনকোভ’ ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফল হওয়ার পর আগামী এক বছরের জন্য সেনাবাহিনীর মধ্যে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। স্যানসিনো বায়োলজিকস বলেছে, ইতোমধ্যে কানাডায় ভ্যাকসিনটি পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে। তবে চীনের লজিস্টিক সাপোর্ট বিভাগের অনুমোদনের আগে এটি ব্যাপকভাবে সাধারণ মানুষের শরীরে প্রয়োগ করা হবে না। বাণিজ্যিক কারণে ভ্যাকসিনটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হবে না। ইয়ন।
[৪] ভারতে তৈরি সম্ভাব্য প্রথম কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ এর প্রথম ও দ্বিতীয় পর্বের ক্লিনিকাল ট্র্রায়াল-এর অনুমোদন দিয়েছে দেশটির ঔষধ নিয়ন্ত্রক সংস্থা (ডিসিজিআই)। দেশটির নির্দিষ্ট অঞ্চলে জুলাই মাসে শুরু হবে এই ট্রায়াল। ‘কোভ্যাক্সিন’ প্রতিষেধকটি তৈরি করছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক। দ্য হিন্দু
[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, বিশ্বজুড়ে ১৪০টি টিকা আবিষ্কারের প্রকল্প চলছে। ১৩টি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। আমেরিকান সংস্থা মডার্না-র তৈরি করোনার সম্ভাব্য টিকার আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে। জুনে আরও এক মার্কিন সংস্থা গিলিড সায়েন্সে জানিয়েছে, তাদের জীবাণুনাশক টিকা রেমডেসিভার-এর ৫ দিনের ট্রায়াল সফল হয়েছে। সম্পাদনা: ইকবাল খান