শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি ছাড়া কোনো উপায় নেই: ইমরান খান

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জোটবদ্ধ দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠককালে স্পষ্ট একথা বলেন। ডেইলি পাকিস্তান

[৩] গতকাল ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাস ভবনে আয়োজিত নৈশভোজে ইমরান খান বলেন, প্রতিদিন সকালে খবর আসে, আজ আমি চলে যাচ্ছি, কাল আমি চলে যাচ্ছি। তবে এখন আমি ছাড়া কোনো উপায় নেই।

[৪] তিনি বলেন, আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হলে পড়ে যাব। পিপিপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ধ্বংস হয়েছে। মানুষ কখনো কখনো ক্ষুব্ধ হয় কিন্তু আমাদেরকে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে।

[৫] কোরআনের উদধৃতি দিয়ে ইমরান খান বলেন, বিশ্ব আমাদের কৌশল অবলম্বনের প্রশংসা করেছে। আমরা একটি স্মার্ট লকডাউন করেছি । পুরো বিশ্ব এখন লকডাউন শিথিল করছে। অর্থনীতি পরিচালনা করার জন্য এটি জুরুরী। তবে নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৬] তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেরা বাজেট উপস্থাপন করা হয়েছে, নতুন করে কর আরোপ করা হয়নি। জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হয়নি। এর পরিবর্তে সাধারণ মানুষকে ত্রাণ সরবরাহ করা হয়েছে।

[৭] সরকার ও জোটের সদস্যদের জাতীয় পরিষদে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে ইমরান খান বলেন, আগামীতে সমস্ত সরকারি সদস্য ও জোটের সদস্যদের বৈঠকে অংশ নেওয়া উচিত। বাজেট অনুমোদনের পরে জোটের সঙ্গে করা চুক্তিগুলো কার্যকর করা হবে।

[৮] এ বৈঠকে পাকিস্তানের প্রদেশগুলোর মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নূর আলম খান এবং পিটিআই-র অন্যান্য বিধায়করাসহ জোট বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এবং জামহুরি ওয়াতন পার্টির নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়