শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি ছাড়া কোনো উপায় নেই: ইমরান খান

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জোটবদ্ধ দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠককালে স্পষ্ট একথা বলেন। ডেইলি পাকিস্তান

[৩] গতকাল ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাস ভবনে আয়োজিত নৈশভোজে ইমরান খান বলেন, প্রতিদিন সকালে খবর আসে, আজ আমি চলে যাচ্ছি, কাল আমি চলে যাচ্ছি। তবে এখন আমি ছাড়া কোনো উপায় নেই।

[৪] তিনি বলেন, আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হলে পড়ে যাব। পিপিপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ধ্বংস হয়েছে। মানুষ কখনো কখনো ক্ষুব্ধ হয় কিন্তু আমাদেরকে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে।

[৫] কোরআনের উদধৃতি দিয়ে ইমরান খান বলেন, বিশ্ব আমাদের কৌশল অবলম্বনের প্রশংসা করেছে। আমরা একটি স্মার্ট লকডাউন করেছি । পুরো বিশ্ব এখন লকডাউন শিথিল করছে। অর্থনীতি পরিচালনা করার জন্য এটি জুরুরী। তবে নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৬] তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেরা বাজেট উপস্থাপন করা হয়েছে, নতুন করে কর আরোপ করা হয়নি। জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হয়নি। এর পরিবর্তে সাধারণ মানুষকে ত্রাণ সরবরাহ করা হয়েছে।

[৭] সরকার ও জোটের সদস্যদের জাতীয় পরিষদে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে ইমরান খান বলেন, আগামীতে সমস্ত সরকারি সদস্য ও জোটের সদস্যদের বৈঠকে অংশ নেওয়া উচিত। বাজেট অনুমোদনের পরে জোটের সঙ্গে করা চুক্তিগুলো কার্যকর করা হবে।

[৮] এ বৈঠকে পাকিস্তানের প্রদেশগুলোর মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, নূর আলম খান এবং পিটিআই-র অন্যান্য বিধায়করাসহ জোট বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এবং জামহুরি ওয়াতন পার্টির নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়