সালেহ্ বিপ্লব : [২] কোভিড মহামারী মানুষের জীবনযাপন কঠিন করে তুলেছে, অসহায়ত্বের বোধ মানুষের আচার আচরণে প্রভাব ফেলছে, বাড়ছে ডোমেস্টিক ভায়োলেন্স।
[৩] এমন দুঃসহ পরিস্থিতিতে মন খারাপ করে অনেকেই গোমড়া রেখেছেন মুখ। এরই মধ্যে একটু হাসতেই হবে, কীভাবে ছোট্ট হাতিটি দুষ্টুমি করে তার সঙ্গীকে পানিতে ফেলে দিলো! এনডিটিভি, এএনআই
[৪] ভিডিওটি টুইটারে শেয়ার করেন ভারতের ফরেস্ট কর্মকর্তা সুশান্ত নন্দা।
[৫] তিনি ক্যাপশনে লিখেছেন, "দুষ্টুমিতে কেউই হাতির বাচ্চাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না।"
https://twitter.com/i/status/1276181635927379969