মো. আখতারুজ্জামান: [২] সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজের বিষয়ে যেসব ব্যাংক সহযোগিতা করছে না তাদের বিষয়ে অর্থমন্ত্রণালয়ে চিঠি দিবে দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি।
[৩] সেই সঙ্গে যেসব ব্যাংক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কাজ করছে তাদের সরকারি আমানত বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।
[৪] শনিবার প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
[৫] তিনি বলেন, মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, মাঝারি এবং নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার ঘোষিত প্রণোদন প্যাকেজ বাস্তবায়নের জন্য এফবিসিসিআই কাজ করে যাচ্ছে।
[৬] তিনি আরও বলেন, প্রণোদনার বিষয়ে একটি শ্রেণি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। মানুষের পাশে দাঁড়ানোর বাধা সৃষ্টিকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থার বিধান নিশ্চয়ই আছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তার এখন সহযোগিতা না করলে কখন করবে?
[৭] শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআই ব্যাংকার্স ও জামালপুর, ফরিদপুর, মৌলভীবাজার এবং নরসিংদী চেম্বার্স এবং সেক্টরাল কাউন্সিল মিটিংগুলোয় কিছু সাড়া পাচ্ছে। ব্যাংকিং প্রফেশনালস জানেন সহযোগিতার হাত কী করে বাড়াতে হবে। এফবিসিসিআই প্রকৃত ব্যবসায়ীদের সহযোগিতার অনুরোধ করে আসছে। ব্যাংকের বিনিয়োগ সুরক্ষিত হয় সেই লক্ষ্যে এফবিসিসিআই-এর সহযোগিতার সরকারি নির্দেশনা রয়েছে।
[৮] ব্যবসায়ীদের এ নেতা বলেন, সরকার জানে কোন ট্যুলস-এ সাপোর্ট দিবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনার টিম ১৬ কোটি মানুষের পাশে আছে এবং সামনে আরও সহজীকরণ প্রক্রিয়া চলবে বলে আমরা বিশ্বাস করি।