শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বন্দরে ৩০ জুন নিলাম হতে যাচ্ছে গাড়ি, খাবার ও কাপড়ের বড় চালান

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা বিভিন্ন আমদানি করা পণ্য সামগ্রি নিলামে তুলতে যাচ্ছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

[৩] এবার পৌনে দুইশ লটে সাড়ে তিনশ' কনটেইনারে থাকা পণ্য নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে থাকছে বিলাসবহুল গাড়ি, আপেল, হিমায়িত মাংস, গার্মেন্টস এক্সেসরিজ, বিভিন্ন ধরনের ফেব্রিকস, কেমিক্যাল, ইলেকট্রনিকস পণ্য, পেপার ও পেপারসামগ্রী, হার্ডওয়্যার, টেক্সটাইল মেশিনারিজ, সিরামিক আইটেম ইত্যাদি।

[৪] বন্দরে পড়ে থাকা পণ্য প্রতিমাসে একবার নিলামে দেওয়ার কথা থাকলেও করোনার ফলে সুষ্ট পরিস্থিতে বন্ধ থাকে এ কার্যক্রম। ফলে আগামি ৩০ জুন নিলামের সিদ্দান্ত নেয়া হয়েছে।

[৫] নির্ধারিত সময়ে আমদানিকারক চালান খালাস না করা, মিথ্যা ঘোষণায় শুল্কফাঁকির চেষ্টার অভিযোগে আটক পণ্য নিলামে তোলা হয়ে থাকে।

[৬] জানা গেছে, এবার নিলামে উঠছে ৬ লাখ কেজির বেশি আপেল, হিমায়িত ১৭৪ টন, মাছ ৯ টন, মুরগি বা মাছের খাবার ৭২৯ টন, পেঁয়াজ ১৫০ টন, সোডিয়াম সালফেট ৫৪০ টন, ক্যালশিয়াম কার্বনেট ১৯ কনটেইনার, ৮ কনটেইনার আর্ট পেপার, ক্যাপিটাল মেশিনারি ৬৮৯ টন এবং বিভিন্ন মডেলের চারটি গাড়ি।

[৭] বুধবার শুরু হয়েছে বন্দরের ভেতরে রাখা নিলাম লটের পণ্য প্রদর্শনী। শুক্রবার (২৬ জুন) শেষ হবে বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) পণ্য দেখার সুযোগ।

[৮] আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান ২৯ জুন পর্যন্ত নিলামে অংশ নেওয়ার আবেদন ফরম সংগ্রহ করে পরদিন দুপুরের মধ্যে জমা দিতে পারবেন। বেলা আড়াইটায় দরপত্র বাক্স খোলা হবে বলে বন্দর সূত্র নিশ্চিত করেছে।

[৯] কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন গণমাধ্যমকে জানান, করোনাকালে বন্ধ রয়েছে মাসিক নিলাম। এবার ১৬৪ লট চূড়ান্ত করা হয়েছে নিলামের জন্য। কয়েকদিনের মধ্যে আরও কিছু লট যুক্ত হবে। সব মিলে ১৭০-১৭৫ লটের নিলাম হবে এবার।

[১০] নিলামে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন), জেলা প্রশাসকের দফতর এবং যুগ্ম কমিশনার (সদর), শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) কার্যালয়ে নির্ধারিত দরপত্র জমা দেওয়ার বাক্স থাকবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখা এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে একযোগে টেন্ডার বাক্স খোলা হবে বলে জানা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়