শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজ বাতিল হওয়ায় ক্রিকেটারদের ওপর মানসিক চাপ, সাবেক ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট : করোনার কারণে একের পর এক সিরিজ বাতিল হওয়ায় মানসিক চাপ পড়তে পারে ক্রিকেটারদের ওপর। এমনটাই আশঙ্কা সাবেক ক্রিকেটারদের। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ফিটনেস ধরে রাখারও পরামর্শ তাদের। সময়টিভি

করোনার এই কালে সুনশান ক্রিকেটপাড়া। বছরের শুরুতে ব্যস্ততা ছিলো যা একটু। এরপর নেমে আসে করোনার খড়গ। যার প্রভাবে বন্ধ হয়ে যায় ক্রিকেটের সব সিরিজ। মিরপুর থেকে লর্ডস। কার্ডিফ থেকে মুম্বাই। ক্রিকেটের সব মাঠেই ভর করেছে রাজ্যের শূন্যতা।

বিশ্ব ক্রিকেটের কথা না হয় তুলেই রাখা যাক। করোনাকালে বাংলাদেশের ক্রিকেট হারিয়েছে তার আপন সৌন্দর্য। চলতি বছর তিনটি বিদেশ সফর আর দুইটি হোম সিরিজের সবকটিই হয়েছে স্থগিত। এ বছর মাঠে নামা হবে কিনা টাইগারদের? তা নিয়ে রয়েছে সংশয়।

বছরের শুরুতে আংশিক পাকিস্তান হলেও এক ওয়ানডে এবং এক টেস্ট স্থগিত হয়। তবে নতুন সূচী অনুযায়ী আবার কবে হবে? তা জানা নেই কারোই।

গত মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরও আটকে গেছে। এরপর নিউজিল্যান্ড এবং সবশেষ শ্রীলঙ্কা সফরও এই তালিকায়। একের পর এক সিরিজ বাতিল হওয়ার প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের ওপর। মানসিকভাবে যা পিছিয়ে দিতে পারে টাইগারদের। আশঙ্কা সাবেকদের।

বাংলাদেশ সাবেক ক্রিকেটারের খালেদ মাসুদ পাইলট বলেন, এখন মাঠে খেলা হচ্ছে না। ক্রিকেটাররা বাসা রয়েছে। হয়-তো কিছু ক্রিকেটার ফিটনেস নিয়ে কাজ করছে; যেটা যথেষ্ট নয়। একই সঙ্গে এবছর মাঠে খেলা গড়ালে ক্রিকেটাররা বড় ধরনের মানসিক চাপে পড়বে।

চলতি বছর ক্রিকেটের ক্যালেন্ডারে আরও কয়েকটি অ্যাসাইনমেন্ট আছে তামিম-মুশফিকদের। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সামনে। তবে সেগুলোও দুলছে পেন্ডুলামের মতো। নির্ধারিত সময়ে গড়াবে কিনা, তা নিয়ে সন্দিহান খোদ ক্রিকেটের বড় কর্তারাই।

তবে সাবেকদের চাওয়া আবারো চাঙা হবে দেশের ক্রিকেট। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয়ার আহ্বান অনেকের।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান বলেন, আমাদের ক্রিকেটারদের মেন্টাল সাপোর্টটা বেশি দরকার। আমার মনে হয় মানসিকভাবে শক্ত হওয়াই খেলোয়াড়দের জন্য সবচেয়ে বেশি জরুরি। ফিজিক্যাল ওয়ার্কটা প্লেয়াররা যেভাবে পারছে করছে। একটা সিরিজ বাতিল হলে সেটা ক্রিকেটারের জন্য হতাশার। বর্তমান পরিস্থিতির উপর আমাদের হাত নেই। অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।

ক্রিকেটের এলোমেলো ক্যালেন্ডার ছাপিয়ে আবার কবে বাইশ গজে ছন্দ ফেরাবে বাংলারে টাইগাররা? এখন সে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়