কামারখন্দ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১২ জনে। বৃহস্পতিবার ২৫ জুন কামারখন্দ উপজেলার ১৫ জনের নমুনা রিপোর্ট এর মধ্যে ৪ জনের করানো শনাক্ত হয়।
[৩] শনাক্ত কৃতরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক আজাদুল ইসলাম (৪৫), পিয়ন আবু হাশেম (৪৫), কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) করোনা আক্রান্ত নওজেস আলীর স্ত্রী গোলাপী বেগম (৩৫) ও আমিনুল ইসলামের (৩৫)।
[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, করোনা রোগী সন্দেহে গত ১৪ জুন ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৫ জুন বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্টে উপজেলা ৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে কামারখন্দ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১২ জন হলো। এদের মধ্যে সুস্থ হয়েছে দুইজন।