শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিটের অনুমোদন দিতে ঔষধ প্রশাসন কিছু একটার জন্য অপেক্ষা করছেন : গণস্বাস্থ্য

শিমুল মাহমুদ: [২] ‘কোভিড-১৯ ডট ব্লট কিট’ প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছেন, গত তিন দিন ধরে মহাপরিচালক থেকে শুরু করে পরিচালক পর্যায়ের লোকদের সঙ্গে ই-মেইলে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার চেষ্টা করছি, সফল হইনি। টেলিফোন করেছি, ধরেন না।

[৩] তিনি বলেন, গতকাল চিঠি দেওয়ার পর সহকারী পরিচালক জানিয়েছেন, তাদের সিদ্ধান্ত নিতে একটু দেরি হচ্ছে। তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন। আজকে আমাদের একজন কর্মকর্তা সেখানে গিয়েছিলেন। তারা বলেছেন, আজকে তো সিদ্ধান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে হয়তোবা একটা কিছু জানতে পারব।

[৪] ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, চিঠিতে আমরা জানিয়েছি বিএসএমএমইউ’র সুপারিশমালার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদেরকে অনুমতি দেন। কিট আরও উন্নত করার জন্য কিছু রি-এজেন্ট আমদানির নো-অবজেকশন দেন।

[৫] অ্যান্টিজেন কিটের বিষয়ে তিনি বলেন, স্যালাইভা (লালা) সংগ্রহের যে ডিভাইসের জন্য আমরা স্থগিত রেখেছিলাম, সেটা আমরা বিএসএমএমইউকে দিয়েছি। মূল যে টেকনিক্যাল প্রটোকল ছিল, সেটার মধ্যে কিছু পরিবর্তন আনতে হচ্ছে। ওনারা সেটা শেষ করেছেন। আশা করছি, তারা আগামী সপ্তাহ থেকে এই নমুনা সংগ্রহ করতে পারবে। আগে ওনাদের ধারণা ছিল যে, ৫০০ নমুনা করতে হবে। এখন আমরা আশা করছি, সেটা আরও কমে আসবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়