শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসক

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ মহামারির কারণে মার্চ থেকে বন্ধ ছিলো স্বাভাবিক বিমান চলাচল। স্বাস্থ্যবিধি মেনে দুই মাস পর শুরু হয় অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল। এরপর শুরু হয় আন্তর্জাতিক বিমান চলাচল। তাছাড়া বিশেষ ফ্লাইট বিভিন্ন দেশে চলছিলো।

[৩] জুনে ঢাকা-গুয়াংজু রুটের চায়না সাদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ১৭ জন যাত্রী সেখানে যাওয়ার পর কোভিড-১৯ শনাক্ত হয়। তাই চায়না সাদার্ন এয়ারলাইন্সকে চার সপ্তাহ বাংলাদেশে ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দেয় চীন। এপ্রিলে বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইট জাপান গেলে সেখানের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষায় দুজন যাত্রীর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। বিমানের চার্টার ফ্লাইট পরিচালনার উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাপান সরকার।

[৪] হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, না যাত্রীর যদি শরীরে তাপমাত্রা বেশি হয় কিংবা সর্দি-কাশি থাকে, তাহলে তাকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয় না। বিমানবন্দরে ঢোকার সময় আমরা তো সবার তাপমাত্রা পরীক্ষা করি। স্বাস্থ্য পরীক্ষা আমরা করি না।

[৫] তিনি বলেন, যাত্রীদের কেউ যদি সিমটম ছাড়া চলে যায় বা সিমটম ছাড়া ভ্রমণ করে, তাহলে সেটা দেখার কোনো সুযোগ আমাদের কাছে নেই। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক চেয়েছি বিদেশগামী যাত্রীদের জন্য। কিন্তু তারা দেয়নি। এছাড়া, প্যাসেঞ্জার যে দেশে যাচ্ছে সেই দেশের কী রিকোয়ারমেন্ট, কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে কি না, ভিসা আছে কি না- এই বিষয়গুলো এয়ালাইন্স ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষিত হয়। সুতরাং কেউ যদি কোভিড-১৯ নিয়ে যায়, সেটা দেখার দায়িত্ব কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের না।

[৬] হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বলেন, সিভিল এভিয়েশন আমাদের জানালে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করি। তারা করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখিয়েছিল বলে ফ্লাই করার অনুমতি পেয়েছিল। আর এত অল্প সময়ের মধ্যে কোনো সার্টিফিকেট ভেরিফাই করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। তবে বিদেশগামী যাত্রীদের জন্য নির্ধারিত কোনো চিকিৎসক নাই।

[৭] এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন, এখান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন, অন্য দেশে গিয়ে পজেটিভ হচ্ছে, মনে হচ্ছে আমাদের পরীক্ষাগুলোতে কিছুটা সমস্য হচ্ছে। এটা রিএ্যাকজাম করা উচিত। পাশাপাশি র‌্যাপিড কিট নিয়ে পরীক্ষা করে এন্টিবডি রয়েছে কি না, সেটাও দেখা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়