শিরোনাম
◈ 'র' এর মাধ্যমে শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত অমিত শাহ, চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ! (ভিডিও) ◈ জেট ফুয়েলের দাম আরও বাড়ল, বিমান ভাড়া কি বাড়বে? ◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ ◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ◈ বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু ◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে স্বদেশ কর্পোরেশনের চেয়ারম্যানের জেল

সুজন কৈরী : [২] লোন দেয়ার কথা বলে আর্থিক জামানত নিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্বদেশ কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল কবীর ও মহাব্যবস্থাপক শফিকুল ইসলামকে আটক করেছে র‌্যাব। চেয়ারম্যান সাইফুলকে ছয় মাসের কারাদন্ড এবং আড়াই লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার রাজধানীর মতিঝিলে সমবায় ব্যাংক ভবনের পাঁচতলায় প্রতিষ্ঠানের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

[৪] তিনি বলেন, স্বদেশ কর্পোরেশন পাঁচ হাজার লোকের কাছ থেকে ২০ কোটি টাকার বেশি জামানত নিয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সবাইকে আশ্বাস দিলেও লোন দেয়া হতো না। লোন না পেয়ে লোকজন জামানতের টাকা ফেরত চাইলে সেটিও দেয়া হতো না। বেশি চাপ দিলে একটি চেক দেয়া হতো। তবে যে অ্যাকাউন্টের চেক দেয়া হতো, তাতে গত দুই বছরেও কোনো টাকা জমা হয়নি।

[৫] পলাস বসু বলেন, প্রতিষ্ঠানে নিয়োগ করা কর্মচারীদের অ্যাপয়েনমেন্ট লেটারও নেই। প্রতিষ্ঠানের কাগজপত্র অনুযায়ী টাকা ডিপোজিট নেয়া এবং লোন দেয়ার এখতিয়ার নেই।

[৬] র‌্যাবের এ ম্যাজিস্ট্রেট আরও জানান, কোভিড-১৯ এর সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি নকল হ্যান্ড সেনিটাইজার বিক্রি, শিশু খাদ্য, বেভারেজ পণ্য ও নকল মশার কয়েল উৎপাদন এবং বিক্রি করছিল। এসব বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অর্থদন্ড ও তা অনাদায়ে জেল দেয়া হয়েছে। এছাড়া প্রতারণার জন্য দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়