শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে স্বদেশ কর্পোরেশনের চেয়ারম্যানের জেল

সুজন কৈরী : [২] লোন দেয়ার কথা বলে আর্থিক জামানত নিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্বদেশ কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল কবীর ও মহাব্যবস্থাপক শফিকুল ইসলামকে আটক করেছে র‌্যাব। চেয়ারম্যান সাইফুলকে ছয় মাসের কারাদন্ড এবং আড়াই লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার রাজধানীর মতিঝিলে সমবায় ব্যাংক ভবনের পাঁচতলায় প্রতিষ্ঠানের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

[৪] তিনি বলেন, স্বদেশ কর্পোরেশন পাঁচ হাজার লোকের কাছ থেকে ২০ কোটি টাকার বেশি জামানত নিয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সবাইকে আশ্বাস দিলেও লোন দেয়া হতো না। লোন না পেয়ে লোকজন জামানতের টাকা ফেরত চাইলে সেটিও দেয়া হতো না। বেশি চাপ দিলে একটি চেক দেয়া হতো। তবে যে অ্যাকাউন্টের চেক দেয়া হতো, তাতে গত দুই বছরেও কোনো টাকা জমা হয়নি।

[৫] পলাস বসু বলেন, প্রতিষ্ঠানে নিয়োগ করা কর্মচারীদের অ্যাপয়েনমেন্ট লেটারও নেই। প্রতিষ্ঠানের কাগজপত্র অনুযায়ী টাকা ডিপোজিট নেয়া এবং লোন দেয়ার এখতিয়ার নেই।

[৬] র‌্যাবের এ ম্যাজিস্ট্রেট আরও জানান, কোভিড-১৯ এর সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি নকল হ্যান্ড সেনিটাইজার বিক্রি, শিশু খাদ্য, বেভারেজ পণ্য ও নকল মশার কয়েল উৎপাদন এবং বিক্রি করছিল। এসব বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অর্থদন্ড ও তা অনাদায়ে জেল দেয়া হয়েছে। এছাড়া প্রতারণার জন্য দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়