শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে স্বদেশ কর্পোরেশনের চেয়ারম্যানের জেল

সুজন কৈরী : [২] লোন দেয়ার কথা বলে আর্থিক জামানত নিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্বদেশ কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল কবীর ও মহাব্যবস্থাপক শফিকুল ইসলামকে আটক করেছে র‌্যাব। চেয়ারম্যান সাইফুলকে ছয় মাসের কারাদন্ড এবং আড়াই লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] বুধবার রাজধানীর মতিঝিলে সমবায় ব্যাংক ভবনের পাঁচতলায় প্রতিষ্ঠানের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

[৪] তিনি বলেন, স্বদেশ কর্পোরেশন পাঁচ হাজার লোকের কাছ থেকে ২০ কোটি টাকার বেশি জামানত নিয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সবাইকে আশ্বাস দিলেও লোন দেয়া হতো না। লোন না পেয়ে লোকজন জামানতের টাকা ফেরত চাইলে সেটিও দেয়া হতো না। বেশি চাপ দিলে একটি চেক দেয়া হতো। তবে যে অ্যাকাউন্টের চেক দেয়া হতো, তাতে গত দুই বছরেও কোনো টাকা জমা হয়নি।

[৫] পলাস বসু বলেন, প্রতিষ্ঠানে নিয়োগ করা কর্মচারীদের অ্যাপয়েনমেন্ট লেটারও নেই। প্রতিষ্ঠানের কাগজপত্র অনুযায়ী টাকা ডিপোজিট নেয়া এবং লোন দেয়ার এখতিয়ার নেই।

[৬] র‌্যাবের এ ম্যাজিস্ট্রেট আরও জানান, কোভিড-১৯ এর সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি নকল হ্যান্ড সেনিটাইজার বিক্রি, শিশু খাদ্য, বেভারেজ পণ্য ও নকল মশার কয়েল উৎপাদন এবং বিক্রি করছিল। এসব বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অর্থদন্ড ও তা অনাদায়ে জেল দেয়া হয়েছে। এছাড়া প্রতারণার জন্য দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়