শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানাউল হক নীরু : ঘোষণা দিয়ে ‍দুর্নীতির মহোৎসব!

সানাউল হক নীরু : বিদ্যুৎ বিল নিয়ে জালিয়াতি!! বিষ্ময়কর প্রতারণার ফাঁদে জনগণ! বিদ্যুৎ বিলে এপ্রিল ও মে মাসের বিলের জরিমানা/ ইন্টারেষ্ট, ভেট সহ সুদে আসলে আদায় করছে বিদ্যুৎ বিভাগ। আর বিদ্যুৎ বিভাগের অযৌক্তিক বিদ্যুৎ বিল ও বাড়তি ভূতুড়ে বিল নিয়েও অনেকের প্রশ্ন আছে !

আমাদের শপিংমলের মাসিক বিদ্যুৎ বিল দিতে গিয়ে আমরা বারবার ব্যর্থ হয়েছি! যেখানে বিদ্যুৎ এর মতো জরুরী বিভাগে জনগণের চব্বিশ ঘণ্টা সার্ভিস পাওয়ার কথা, সেখানে বিল নিয়ে এ কেমন ছলচাতুরীর আশ্রয় নিলো সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ! তাদের বক্তব্য করোনার কারণে কেউ অফিসে আসছে না, এছাড়াও সরকারের ঘোষণা অনুযায়ী এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল একত্রে পরিশোধ করলেই চলবে, এক্ষেত্রে গ্রাহককে কোন জরিমানা গুনতে হবে না। কিন্তু বাস্তবে ঘটলো তার উল্টোটা। এই হচ্ছে জনগণের প্রতি বর্তমান সরকারের ছাড়ের নমুনা!!

উল্টো মোবাইল বিল থেকে শতকরা ২৫ টাকা ও ভেটসহ সর্বসাকুল্য তারা কত পার্সেন্ট আদায় করছেন, তাও উনাদের জনগণকে অবহিত করা উচিত। মনে হচ্ছে বিদ্যুৎ ও এর সাথে সংশ্লিষ্ট বিভাগগুলো এখনো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছেন এবং একই কারণে জনগণের এই ভোগান্তি।

সরকার বাহাদুর যদি জনগণের এই দুর্ভোগের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করতেন, তাহলে এই দেশের কোটি কোটি মানুষ এহেন বিরম্বণা ও আর্থিক হয়রানি থেকে মুক্তি পেত। ভেরী সেড -এ যেন ঘোষণা দিয়ে দিনে দুপুরে ডাকাতির সামিল। এটি তো জনগণের সাথে নির্ষ্ঠুর রসিকতা ও প্রকারান্তরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। মনে হচ্ছে রাষ্ট্রের সকল পর্যায়ে ঘোষণা দিয়ে দুর্নীতির মহোৎসব চলছে..!!!

ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়