শিরোনাম
◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট 

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানাউল হক নীরু : ঘোষণা দিয়ে ‍দুর্নীতির মহোৎসব!

সানাউল হক নীরু : বিদ্যুৎ বিল নিয়ে জালিয়াতি!! বিষ্ময়কর প্রতারণার ফাঁদে জনগণ! বিদ্যুৎ বিলে এপ্রিল ও মে মাসের বিলের জরিমানা/ ইন্টারেষ্ট, ভেট সহ সুদে আসলে আদায় করছে বিদ্যুৎ বিভাগ। আর বিদ্যুৎ বিভাগের অযৌক্তিক বিদ্যুৎ বিল ও বাড়তি ভূতুড়ে বিল নিয়েও অনেকের প্রশ্ন আছে !

আমাদের শপিংমলের মাসিক বিদ্যুৎ বিল দিতে গিয়ে আমরা বারবার ব্যর্থ হয়েছি! যেখানে বিদ্যুৎ এর মতো জরুরী বিভাগে জনগণের চব্বিশ ঘণ্টা সার্ভিস পাওয়ার কথা, সেখানে বিল নিয়ে এ কেমন ছলচাতুরীর আশ্রয় নিলো সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ! তাদের বক্তব্য করোনার কারণে কেউ অফিসে আসছে না, এছাড়াও সরকারের ঘোষণা অনুযায়ী এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল একত্রে পরিশোধ করলেই চলবে, এক্ষেত্রে গ্রাহককে কোন জরিমানা গুনতে হবে না। কিন্তু বাস্তবে ঘটলো তার উল্টোটা। এই হচ্ছে জনগণের প্রতি বর্তমান সরকারের ছাড়ের নমুনা!!

উল্টো মোবাইল বিল থেকে শতকরা ২৫ টাকা ও ভেটসহ সর্বসাকুল্য তারা কত পার্সেন্ট আদায় করছেন, তাও উনাদের জনগণকে অবহিত করা উচিত। মনে হচ্ছে বিদ্যুৎ ও এর সাথে সংশ্লিষ্ট বিভাগগুলো এখনো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় আছেন এবং একই কারণে জনগণের এই ভোগান্তি।

সরকার বাহাদুর যদি জনগণের এই দুর্ভোগের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করতেন, তাহলে এই দেশের কোটি কোটি মানুষ এহেন বিরম্বণা ও আর্থিক হয়রানি থেকে মুক্তি পেত। ভেরী সেড -এ যেন ঘোষণা দিয়ে দিনে দুপুরে ডাকাতির সামিল। এটি তো জনগণের সাথে নির্ষ্ঠুর রসিকতা ও প্রকারান্তরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। মনে হচ্ছে রাষ্ট্রের সকল পর্যায়ে ঘোষণা দিয়ে দুর্নীতির মহোৎসব চলছে..!!!

ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়